Bajaj Pulsar N160: Bajaj Auto ভারতীয় বাজারে স্বনামধন্য এক কোম্পানি। এই কোম্পানির একাধিক মডেল ভারতীয় রাস্তায় আপনারা দেখতে পেয়ে যাবেন। Bajaj Auto-র বাইক গ্রাহকদের বেশ পছন্দের। আবার গ্রাহকদের মন জিততে এই কোম্পানি লঞ্চ করেছে তাদের নতুন মডেল Bajaj Pulsar N160।
লুকের দিক থেকে Bajaj Pulsar N160 আর Bajaj Pulsar N250-র মধ্যে অনেক মিল রয়েছে। এই মডেলটি সরাসরি TVS Apache কে টক্কর দিচ্ছে। এই মডেলটির আকর্ষণীয় লুক আপনাদের ভালো লাগতে পারে। এই মডেলটি আপনারা দুটি ভেরিয়েন্টে পাবেন সিঙ্গেল চ্যানেল অ্যান্টি-লক ব্রেকিং সিস্টেম আর ডুয়াল চ্যানেল অ্যান্টি-লক ব্রেকিং সিস্টেম। এবার মাত্র 15 হাজার টাকায় বাড়ি নিয়ে যেতে পারবেন Bajaj Pulsar N160।
Bajaj Pulsar N160: ইঞ্জিন
এই বাইকে 164.82 সিসির এয়ার কুল্ড, সিঙ্গেল সিলিন্ডার, BS6 পেট্রোল ইঞ্জিনের ব্যবহার করা হয়েছে। যা 15.68 পিএস শক্তি ও 14.65 এনএম টর্ক উৎপাদন করতে সক্ষম। এর সাথে 5 স্পিড গিয়ার বক্স যুক্ত রয়েছে। এই বাইকে স্লিপ ও অ্যাসিস্ট ক্লাচ রয়েছে। বাইকটির কার্ব ওয়েট 152 কেজি। প্রতি লিটারে Bajaj Pulsar N160 51.6 কিলোমিটার মাইলেজ দিতে পারে।
Bajaj Pulsar N160: ফিচার্স
এই বাইকে সম্পূর্ণ নতুন ডিজিটাল ইন্স্ট্রুমেন্ট কনসোল, ব্লুটুথ কানেক্টিভিটি, স্মার্টফোন কানেক্টিভিটি, কল ও মেসেজ অ্যালার্ট, টার্ন বাই টার্ন নেভিগেশন, অডোমিটার, ডিজিটাল স্পিডোমিটার, ফিউল লেভেল ইত্যাদি ফিচার রয়েছে। এর পাশাপাশি এলইডি হেডলাইট ও এলইডি টেইল লাইট পেয়ে যাবেন।
Bajaj Pulsar N160: দাম
এই বাইকের অন রোড দাম 1 লাখ 58 হাজার 765 টাকা। তবে 15 হাজার টাকা ডাউন পেমেন্ট করে এটি বাড়ি আনতে পারবেন। সেক্ষেত্রে 8 শতাংশ সুদের হারে 3 বছরের জন্য প্রতি মাসে 4,952 টাকা করে কিস্তি জমা করতে হবে।