Search the right Car & Bike

Orxa Mantis E-Bike 2024: চরম লুকে তোলপাড়! একবার চালালেই বার বার ইচ্ছে করবে চালাতে, এক চার্জেই ছুটবে 220 কিমি

orxa-mantis-e-bike-2024-bike

Orxa Mantis E-Bike 2024: ভারতীয় বাজারে ইলেকট্রিক বাইকের চাহিদা দ্রুতহারে বৃদ্ধি পাচ্ছে। আপনারা এখানে বিভিন্ন ধরনের ইলেকট্রিক বাইকের বিকল্প পেয়ে যাবেন। সম্প্রতি নতুন একটি মডেল এই তালিকায় নাম লিখিয়েছে। আমরা কথা বলছি Orxa Mantis E-Bike 2024-এর সম্পর্কে।

এই ইলেকট্রিক বাইকে আপনারা আধুনিক ফিচারের সুবিধা পেয়ে যাবেন। এই বাইকে রাইড করার সময় আপনারা দ্রুত হাঁপিয়ে যাবেন না। লম্বা সফরে যাওয়ার জন্য এটি ভালো বিকল্প। একবার চার্জ করেই বেশ খানিকটা পথ যেতে পারবেন। Orxa Mantis E-Bike 2024-এর সম্পর্কে বিস্তারিত জেনে নিন।

   

Orxa Mantis E-Bike 2024: শক্তিশালী ব্যাটারি ও রেঞ্জ

কোম্পানি এই ইলেকট্রিক বাইকে হাই ক্যাপাসিটির ব্যাটারি প্যাকের ব্যবহার করেছে। এটি দ্রুত চার্জ হওয়া সম্ভব। এছাড়া এটি সিঙ্গেল চার্জে বেশ খানিকটা পথ যেতে পারে। এই ইলেকট্রিক বাইকের ব্যাটারি সহজেই বাড়িতে চার্জ করা সম্ভব। আবার আপনারা চাইলে চার্জিং স্টেশনেও চার্জ করতে পারবেন। এটি সিঙ্গেল চার্জে 220 কিলোমিটারের আশেপাশের রেঞ্জ দিতে পারে।

Orxa Mantis E-Bike 2024: ডিজাইন

এই ইলেকট্রিক বাইকের ডিজাইন বর্তমান সময়ের নিরিখে প্রস্তুত করা হয়েছে। এটি বেশ স্টাইলস। রাস্তায় নিয়ে বেরোলে সবার চোখ আপনার বাইকের দিকেই থাকবে। এই বাইকের ফ্রেম আধুনিক লুকের। এতে দেওয়া সাসপেনশন আপনাদের লম্বা শহরের সাহায্য করবে। যার ফলে আপনারা ভাঙাচোরা রাস্তাতেও আরামে রাইডিং উপভোগ করতে পারবেন।

Orxa Mantis E-Bike 2024: দাম

এটি সাধারণ মানুষের জন্য প্রস্তুত করা হয়েছে। যাঁরা স্বল্প দামে ইলেকট্রিক বাইকের খোঁজ করছেন Orxa Mantis কিন্তু নিতে পারেন। দীর্ঘদিন পর্যন্ত আপনাদের অতিরিক্ত খরচ করতে হবে না। মেইনটেনেন্সের পেছনেও তেমন কোনো খরচ নেই। আবার পরিবেশের জন্য ভালো। এই ইলেকট্রিক বাইকটির দাম 3.60 লাখ টাকার আশেপাশে।