Search the right Car & Bike

Hero Splendor Plus: বাইকের লুক দেখলে প্রেমে পড়তে বাধ্য! 80 কিলোমিটার মাইলেজ, হাতে আসবে মাত্র 25 হাজার টাকায়

hero-splendor-plus-bike-details

Hero Splendor Plus : এখন বিভিন্ন কাজের জন্য বাইকের দরকার পড়ে। অনেকেই ডেলিভারি বয়ের কাজ করে থাকেন, সেক্ষেত্রে টু-হুইলার থাকলে অনেকটা সুবিধা হয়। কিন্তু বর্তমান মূল্য বৃদ্ধির বাজারে সস্তায় ভালো কোয়ালিটির টু-হুইলার পাওয়া একপ্রকার অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। আপনি যদি ভালো মাইলেজের বাইক কিনতে চান তাহলে আজকের প্রতিবেদনটি অবশ্যই মন দিয়ে পড়ুন।

এই প্রতিবেদনে আমরা কথা বলতে চলেছি Hero Splendor Plus-এর সম্পর্কে। আপনার বাজেট অল্প হলে নিশ্চিন্তে এটি কিনতে পারেন। মাত্র 25 হাজার টাকায় পাওয়া যাচ্ছে 80 কিলোমিটার মাইলেজের এই বাইকটি। হিরো ভারতের একটি বিখ্যাত টু-হুইলার ম্যানুফ্যাকচারিং কোম্পানি। ফলে এই কোম্পানির বাইকের কোয়ালিটি আর পারফরম্যান্স নিয়ে কোন সন্দেহ থাকতে পারে না। এতে আপনারা এডভান্স ফিচারের সুবিধা পেয়ে যাবেন।

   

Hero Splendor Plus: ফিচার্স

সবার প্রথমে আমরা কথা বলব Hero Splendor Plus-এর ফিচার্স সম্পর্কে। এতে i3s টেকনোলজির ইঞ্জিন ব্যবহার করা হয়েছে। এটি ভালো মাইলেজ দিতে পারদর্শী। এই বাইকে এছাড়া বেশ কিছু এডভান্স ফিচার এর সুবিধা আপনারা পেয়ে যাবেন।

কোম্পানি এতে ইউএসবি চার্জিং পোর্ট দিয়েছে। যার সাহায্যে যখন খুশি, যেখানে খুশি আপনার মোবাইল চার্জ করতে পারবেন। এছাড়া এই বাইকের সামনে স্টোরেজ বক্স দেওয়া আছে। যেখানে নিজেদের প্রয়োজনীয় জিনিসপত্র রাখতে পারবেন।

কোম্পানি Hero Splendor Plus-এ ডিজিটাল ইন্সট্রুমেন্ট ক্লাস্টারের ব্যবহার করেছে। এতে আপনারা ডিজিটাল স্পিডোমিটার আর ডিজিটাল অডোমিটারের মতো বেশ কিছু প্রয়োজনীয় ফিচার পেয়ে যাবেন। সুরক্ষার জন্য ডিস্ক ব্রেক দেওয়া হয়েছে। এর পাশাপাশি রয়েছে টিউবলেস টায়ার।

Hero Splendor Plus: ইঞ্জিন

বাইকটির দাম কম হলেও পারফরম্যান্সের দিক থেকে হারিয়ে দেবে নামিদামি কোম্পানির বাইককে। এতে আপনারা শক্তিশালী ইঞ্জিন পেয়ে যাবেন। যা ভালো পাওয়ার ও টর্ক জেনারেট করতে সক্ষম। Hero Splendor Plus প্রতি লিটার পেট্রোলে 62 কিলোমিটার থেকে 80 কিলোমিটার মতো মাইলেজ দিতে পারে। এটি নির্ভর করে বাইক চালানোর স্টাইল ও রাস্তার ওপর।

Hero Splendor Plus: দাম

এই বাইকটির দাম 90 হাজার টাকার আশেপাশে। আপনারা যাঁরা বাজেট ফ্রেন্ডলি সেগমেন্টে বাইক কিনতে চাইছেন Hero Splendor Plus কিন্তু আপনাদের জন্য ভালো বিকল্প। এটি 25 হাজার টাকা ডাউন পেমেন্টেও বাড়ি নিয়ে যাওয়া যেতে পারে। এই সম্পর্কে বিশদভাবে জানতে নিকটবর্তী শোরুমে যোগাযোগ করুন।