Yamaha XSR 155 কেবলমাত্র একটি মোটরসাইকেল নয়, এটি টু-হুইলার সেক্টরের স্টেটমেন্ট পিস। এতে আপনারা নেও-রেট্রো ডিজাইন দেখতে পাবেন। এছাড়া এতে ক্লাসিক লুক রয়েছে। পাশাপাশি যুক্ত করা হয়েছে মডার্ন টেকনোলজি। XSR 155 লঞ্চ হওয়া নিয়ে অনেকের মনেই বিভিন্ন প্রশ্ন রয়েছে। এই সম্পর্কে আজ কথা বলব।
Yamaha র আইকনিক XS সিরিজ মোটরসাইকেলের অনুসরণে XSR 155 মডেলটি তৈরি করা হয়েছে। এর সামনে রয়েছে গোলাকার হেডলাইট আর রয়েছে টিয়ার ড্রপ আকৃতির ফুয়েল ট্যাঙ্ক। এছাড়া এতে আপনারা flat seat পেয়ে যাবেন। Yamaha XSR 155 মডেলে 155 cc liquid cooled ইঞ্জিন রয়েছে। শহরের রাস্তায় চালানোর জন্য এটি একদম উপযুক্ত। আপনারা চাইলে এই বাইক চালিয়ে শহরের আশেপাশে ঘুরতেও যেতে পারবেন।
এই বাইকে রয়েছে 155 cc ইঞ্জিন। যা 19.3 PS শক্তি ও 14.7 Nm টর্ক উৎপাদন করে। এছাড়া এর সাথে রয়েছে 6 স্পিড গিয়ার বক্স। এই বাইকের পিছন দিকে আপনারা wheel lockup পেয়ে যাবেন। Yamaha XSR 155 মডেলে round instrument cluster, full digital display, RPM, fuel gauge, LED lighting ও Trip meter এর মতো ফিচার রয়েছে। ক্লাসিক লুক আর মর্ডান টেকনোলজির মেলবন্ধন এই বাইকটি। এই বাইক চালিয়ে আপনারা আরাম পাবেন। ভালো লাগবে এটি। এর সামনে 37 mm inverted forks ও পিছন দিকে preload adjustable monoshock রয়েছে। সামনে আর পিছনে উভয় দিকেই ডিস্ক ব্রেক রয়েছে। Yamaha XSR 155 মডেলে Racing Blue থেকে Bold matte Green রং পেয়ে যাবেন। আপনি একজন ভালো রাইডার হন বা গাড়ি চালানো সবে শুরু করবেন এই মডেলটি সকলের জন্য উপযুক্ত।
আরো পড়ুন: ভুলে যান ইলেকট্রিক বাইক, এসে গেলো 90 কিমি মাইলেজ সহ Bajaj CT 100, মাত্র 69 হাজার টাকায়
তবে আপনাদের জানিয়ে রাখি, Yamaha আপাতত ভারতে এই মডেল লঞ্চ করার কথা ভাবছে না। তবে কোম্পানির তরফ থেকে R15 আর MT-15 মডেল নিয়ে কাজ করছে। এই দুটি 150 cc সেগমেন্টের প্রিমিয়াম বাইক। Yamaha India জানিয়েছে XSR মডেল ভবিষ্যতেও লঞ্চ করার কোন প্ল্যান নেই কোম্পানির।