Search the right Car & Bike

New Rajdoot Bike: দাদাগিরি দেখাতে আসছে Rajdoot! চাবুক লুকে লেজেন্ডারি বাইকের কামব্যাক, কিনবেন নাকি?

new-rajdoot-bike-2024

New Rajdoot Bike: আপনি Rajdoot বাইকের নাম শুনেছেন! নব্বইয়ের দশকে রাস্তা কাঁপাত এই বাইক। সেই সময় সবথেকে বেশি এই মডেলটি বিক্রি হতে দেখা যেত। কিন্তু কিছু কারণবশত ভারতে এই বাইকের প্রোডাকশন বন্ধ হয়ে যায়। কিন্তু শোনা যাচ্ছে আবার নতুন অবতারে ভারতে আসতে চলেছে New Rajdoot Bike।

এই বাইকটির নতুন রূপ নজর কাড়বে সবার। আগের থেকে অনেক বেশি স্টাইলিশ আর অ্যাট্রাক্টিভ ডিজাইন নিয়ে New Rajdoot Bike পেশ করা হচ্ছে। এতে গোলাকার হেড ল্যাম্প ও হ্যালোজেন লাইট সেটআপ দেওয়া হয়েছে। এছাড়া ইউএসবি চার্জিং পয়েন্ট এই বাইকে পেয়ে যাবেন। পাশাপাশি ট্র্যাকশন কন্ট্রোলের মতো ফিচার্স‌ এতে থাকবে।

   

New Rajdoot Bike: ইঞ্জিন

খুব শীঘ্রই লঞ্চ হতে চলেছে New Rajdoot Bike। এই বাইকে 175 সিসির অয়েল কুল্ড ইঞ্জিন থাকবে। যা 17 বিএইচপি শক্তি ও 16 এনএম টর্ক উৎপাদন করতে সক্ষম। এই ইঞ্জিনের সাথে 5 স্পিড গিয়ার বক্স যুক্ত থাকবে। এই বাইক সম্ভবত প্রতি লিটার পেট্রোলে 50 কিলোমিটার থেকে 55 কিলোমিটার পর্যন্ত মাইলেজ দিতে পারবে।

New Rajdoot Bike: ফিচার্স

এই বাইকে আধুনিক ফিচারের সুবিধা আপনারা পেয়ে যাবেন। হ্যালোজেন লাইট সেটআপ, ইউ এস বি চার্জিং পয়েন্ট, স্লিপার ক্লাচ, ব্লুটুথ কানেক্টিভিটি, গোলাকার হেড ল্যাম্প, সেল্ফ স্টার্ট, সম্পূর্ণ ডিজিটাল ইন্সট্রুমেন্ট কনসোল, ডিজিটাল স্পিডোমিটার, ডিজিটাল ট্রিপ মিটার, ডিজিটাল ট্যাকোমিটার যুক্ত থাকবে। এছাড়া সুরক্ষার জন্য ডুয়েল ডিস্ক ব্রেক, ডুয়েল চ্যানেল ABS, ট্র্যাকশন কন্ট্রোল, সাইড স্ট্যান্ড ইঞ্জিন কাট অফ ইত্যাদি ফিচার দেখতে পেয়ে যাবেন।

New Rajdoot Bike: দাম

এই বাইকটি এখনও লঞ্চ হয়নি। 2025 সালে লঞ্চ হতে পারে। মিডিয়া রিপোর্ট অনুযায়ী, New Rajdoot Bike-এর আনুমানিক দাম 1.5 লাখ টাকা।