Honda SP 125 : Honda SP 125-এর নতুন আপডেট চলে এসেছে। বেশ কিছু দুর্দান্ত ফিচার্স যুক্ত হয়েছে এই আপডেটেড মডেলে। এই বাইকে আপনার আগের থেকে ভালো মাইলেজ পেয়ে যাবেন। Honda SP 125-এ রয়েছে একাধিক রঙের বিকল্প। জেনে নিন বিস্তারিত।
এখন 125cc সেগমেন্টের বাইকের প্রতি গ্রাহকদের চাহিদা বেড়েছে। তাই বিভিন্ন কোম্পানি এই সেগমেন্টে তাদের মডেল লঞ্চ করছে। লঞ্চ হওয়ার পর থেকেই Honda SP 125 মডেলের প্রতি গ্রাহকদের ভালোবাসা উপচে পড়েছে। আজকাল তো এই মডেলটির বিক্রি অনেকটাই বেড়ে গেছে। আগেই বলেছি 125cc সেগমেন্ট এখন ডিমান্ডে চলছে। এই বাইকে একাধিক আধুনিক ফিচার পেয়ে যাবেন আপনারা। আর এর দামও কিন্তু খুব একটা বেশি নয়।
Honda SP 125: ইঞ্জিন
এই বাইকে 124 সিসির BS7 ইঞ্জিনের ব্যবহার করেছে কোম্পানি। যা 10.72 বিএইচপি শক্তি ও 10.9 এনএম টর্ক উৎপাদন করতে সক্ষম। এতে 11.2 লিটারের ফিউল ট্যাঙ্ক ক্যাপাসিটি রয়েছে। Honda SP 125 প্রতি লিটারে 65 কিলোমিটার মাইলেজ দিতে পারে। ঘণ্টায় সর্বোচ্চ 100 কিলোমিটার বেগে ছুটতে পারে এই বাইক। এর ইঞ্জিনের সাথে 5 স্পিড ম্যানুয়াল ট্রান্সমিশন রয়েছে। এতে রয়েছে 50 মিলিমিটারের বোর আর 63.1 মিলিমিটারের স্ট্রোক। এর কম্প্রেশন রেশিও 10.0:1। এই বাইকে রয়েছে মাল্টিপ্লেট ওয়েট ক্লাচ।
Honda SP 125: ফিচার্স
এতে আপনারা 5 টি রংয়ের বিকল্প পেয়ে যাবেন- ইম্পেরিয়াল রেড মেটালিক, পার্ল সায়রন ব্লু, ব্ল্যাক আর ম্যাট অ্যাক্সিস গ্রে মেটালিক, ম্যাট মার্বেল ব্লু। এছাড়া এতে ফুল ডিজিটাল ইন্সট্রুমেন্ট ক্লাস্টার দেওয়া হয়েছে। এই ফিচারে আপনারা ডিসটেন্স টু এম্পটি ইন্ডিকেটর, মাইলেজ, রিয়াল টাইম মাইলেজ, গিয়ার পজিশন ইন্ডিকেটর, সার্ভিস ডিউ ইন্ডিকেটর, ইকো ইন্ডিকেটরের মতো সুবিধা পেয়ে যাবেন। এছাড়া এতে LED হেডলাইট, কম্বি ব্রেক সিস্টেম, অ্যালয় হুইল আর ইন্টিগ্রেটেড পাস লাইট সুইচ রয়েছে।
Honda SP 125: দাম
এই বাইকে বেশ কয়েকটি ভ্যারিয়েন্ট রয়েছে। ফলে দাম আলাদা আলাদা। Honda SP 125 আপনারা 1 লাখ 1 হাজার 745 টাকা থেকে 1 লাখ 6 হাজার 25 টাকার মধ্যে পেয়ে যাবেন। তবে আপনারা চাইলে ফাইন্যান্স প্ল্যানে কিনতে পারবেন। 15 হাজার টাকা ডাউন পেমেন্ট করলে প্রতি মাসে 3 হাজার 130 টাকা করে কিস্তি জমা করতে হবে।