Pure EV ভারতের একটি প্রিমিয়াম ইলেকট্রিক যানবাহন ব্র্যান্ড। এই কোম্পানিটি সম্প্রতি নিজেদের নতুন ইলেকট্রিক স্কুটার লঞ্চ করেছে। এই ইলেকট্রিক স্কুটার টির নাম ETrance Neo। ইলেকট্রিক স্কুটারে আপনারা ভালো পারফরম্যান্স এর সাথে পেয়ে যাবেন 120 কিলোমিটার রেঞ্জ। এছাড়া থাকছে অ্যাডভান্স ফিচার। আপনারা চাইলে ফাইন্যান্স প্ল্যানেও কিনতে পারবেন এই ইলেকট্রিক স্কুটারটি। জেনে নিন বিস্তারিত।
Pure EV ETrance Neo বিস্তারিত তথ্য
Pure EV ETrance Neo ইলেকট্রিক স্কুটারে যুক্ত করা হয়েছে 1500W এর BLDC মোটর। এর সাথে থাকছে 2.5kWh lithium-ion ব্যাটারি। এই ব্যাটারির সাহায্যে আপনারা ইলেকট্রিক স্কুটারটিতে 120 কিলোমিটারের রেঞ্জ পেয়ে যাবেন। এর সর্বোচ্চ গতিবেগ প্রতি ঘন্টায় 60 কিলোমিটার। এর সাথে থাকছে একটি ফার্স্ট চার্জার। যা দিয়ে আপনারা মাত্র 5 ঘন্টা থেকে 7 ঘণ্টার মধ্যে স্কুটারটি সম্পূর্ণ চার্জ করতে পারবেন। এটি আপনারা প্রত্যেকদিন ব্যবহার করতে পারবেন। এর ডিজাইনটিও বেশ আকর্ষণীয় করা হয়েছে। লুকের দিক থেকে যেকোনো প্রিমিয়াম স্কুটারকে হার মানিয়ে দেবে একটি।
আরো পড়ুন: Honda এর ধামাকা এন্ট্রি! নিয়ে এলো ইলেকট্রিক স্কুটার Honda EM1, মাইলেজ আর ফিচারস দেখে চোখ উঠবে কপালে
ETrance Neo স্কুটারে এডভান্স ফিচার যুক্ত করা হয়েছে। এতে আপনারা প্রিমিয়াম লুক পেয়ে যাবেন। এই ইলেকট্রিক স্কুটারে রয়েছে USB charging port, Power Start, LED light, Alloy wheel, Disc brake, 3.5 ইঞ্চ digital display, Keyless entry -র মতো বেশ কিছু ফিচার। সবদিক থেকে এটি দুর্দান্ত একটি মডেল। এছাড়া এতে আপনারা ভালো বুট স্পেস পেয়ে যাবেন। এই মডেলটির অন রোড মূল্য 90 হাজার 300 টাকা। আপনারা যদি ফাইন্যান্স প্ল্যানে নিতে চান তাহলে 20 হাজার টাকা ডাউন পেমেন্ট করতে হবে। এরপর তিন বছরের জন্য 9.7 শতাংশ সুদের হারে প্রত্যেক মাসে 2 হাজার 500 টাকা করে কিস্তি জমা করতে হবে।