Bajaj Pulsar P150: আজকাল সবারই একটা বাইক থাকে। আপনার যদি বাইক না থাকে আর আপনি যদি সস্তায় বাইক কিনতে চান তাহলে আপনার জন্য রয়েছে সুখবর। এখন আপনিও সস্তায় বাইক কিনতে পারবেন।
আজকের প্রতিবেদনে আমরা কথা বলছি Bajaj Pulsar P150-র সম্পর্কে। এই বাইক চালাতে আপনার বেশ ভালো লাগবে। যাঁরা একটু পুরোনো ধাঁচের বাইক পছন্দ করেন তাঁরা বাজাজের এই মডেলটি কিনতে পারেন।
Bajaj Pulsar P150: ইঞ্জিন এবং পারফরম্যান্স
ইঞ্জিন সম্পর্কে কথা বলতে গেলে, Bajaj Pulsar P150-এ 149.5cc-র এয়ার কুল্ড ইঞ্জিন রয়েছে। যা 14 bhp শক্তি এবং 13.4 Nm টর্ক উৎপন্ন করে। এই ইঞ্জিনটিকে সেগমেন্টের সবচেয়ে শক্তিশালী বলে মনে করা হত। বাইকটি চালাতে অনেক মজাদার। এর সাহায্যে সহজেই অনেকটা দূরত্ব অতিক্রম করতে পারবেন। যাঁরা লং রাইডে যেতে পছন্দ করেন Bajaj Pulsar P150 তাঁদের জন্য একদম উপযুক্ত মডেল।
Bajaj Pulsar P150: মাইলেজ
এই বাইকে শক্তিশালী ইঞ্জিনের ব্যবহার করেছে কোম্পানি। Bajaj Pulsar P150 আপনার বেশ খানিকটা টাকা সাশ্রয় করবে। কারণ এই বাইক প্রতি লিটারে 45 কিলোমিটার থেকে 50 কিলোমিটার পর্যন্ত মাইলেজ দিতে পারে। শহরের ভিড় রাস্তার পাশাপাশি হাইওয়েতে দুর্দান্ত পারফরম্যান্স দেয় এটি।
Bajaj Pulsar P150: ডিজাইন
বর্তমান সময়ের তুলনায় এই বাইকের ডিজাইন বেশ খানিকটা আলাদা। তৎকালীন সময়ে এটি গ্রাহকদের ভীষণ পছন্দের ছিল। এর মাস্কুলার ট্যাঙ্ক, স্প্লিট সিট ও শার্প লাইন Bajaj Pulsar P150-র লুক অনেক বেশি আকর্ষণীয় করে তোলে। তবে এখনকার নতুন মডেলের তুলনায় এই বাইকের ডিজাইন আপনাদের পুরনো মনে হতে পারে।
Bajaj Pulsar P150: দাম
দামের কথা বলতে গেলে, Bajaj Pulsar P150 মাত্র 19 হাজার 500 টাকায় পাওয়া যাচ্ছে। এই বাইকটি বিক্রি করার জন্য OLX-এ লিস্টিং করা হয়েছে। আপনারা চাইলে এই অ্যাপে গিয়ে দেখতে পারেন।