Bike Loan

Hero Splendor iSmart: সাইলেকের দামে হিরোর বাইক! সস্তায় প্রিমিয়াম লুক, প্রতি লিটারে দৌড়বে 80 কিমি

Published on:

second-hand-hero-splendor-ismart-price

Hero Splendor iSmart : ভারতে অনেকগুলি কোম্পানির বাইক পাওয়া যায়। কিন্তু এখন হিরোর মডেল গ্রাহকরা বেশি পছন্দ করছেন। কারণ সস্তায় দুর্দান্ত মাইলেজের বাইক লঞ্চ করে থাকে হিরো মটোকর্প। আপনিও যদি কম দামে ভালো মডেলের খোঁজে থাকেন তাহলে আজকের প্রতিবেদনটি পড়তে পারেন‌।

আজকে আমরা কথা বলব Hero Splendor iSmart-এর সম্পর্কে। হিরোর অন্যতম জনপ্রিয় মডেল হল স্প্লেন্ডার। তার একটি দুর্দান্ত ভ্যারিয়েন্ট সম্পর্কেই আজকে আমাদের প্রতিবেদনে কথা বলব। এই বাইক প্রতি লিটারে 80 কিলোমিটার মাইলেজ দিতে পারে। এর সিট বেশ আরামদায়ক আর চওড়া। অল্প দামে প্রিমিয়াম লুকের বাইক কিনতে চাইলে Hero Splendor iSmart বেস্ট অপশন।

   

Hero Splendor iSmart: স্টাইলিশ লুক

Hero Splendor iSmart-এর লুক বেশ সিম্পল ও ক্লাসিক। সব মিলিয়ে এর লুক ভীষণ স্টাইলিশ দেখায়। এই বাইকে ক্রোম এক্সটেনশন আর বডি গ্রাফিক্স রয়েছে। এই মডেলের আপনারা বেশ কিছু রঙের বিকল্প হয়ে যাবেন।

Hero Splendor iSmart: পারফরম্যান্স

এই বাইকের সব থেকে বড় বিশেষত্ব হল মাইলেজ। এটি প্রতি লিটারে 70 কিলোমিটার থেকে 80 কিলোমিটার পর্যন্ত মাইলেজ দিতে পারে। যা সেগমেন্টের হিসেবে ভীষণ ভালো‌। এছাড়া আপনার পেট্রোল খরচও বেশ খানিকটা কমে যাবে। লম্বা সফরে যাওয়ার জন্য এমন মাইলেজের বাইকের খুঁজেই থাকেন বেশিরভাগ মানুষ। এর সিট আবার বেশ আরামদায়ক। ভালোমতো বসে আপনারা যাত্রা উপভোগ করতে পারবেন।

Hero Splendor iSmart: ফিচার্স

এই বাইকে আপনারা ডিজিটাল ইন্সট্রুমেন্ট ক্লাসটার, ইকনমি ইন্ডিকেটর, সাইড স্ট্যান্ড ইন্ডিকেটর, হেলমেট রিমুভার সহ বেশ কিছু প্রয়োজনীয় ফিচার পেয়ে যাবেন।

Hero Splendor iSmart : দাম

এই বাইকটি আপনারা সেকেন্ড হ্যান্ড নিতে পারেন। OLX-এ Hero Splendor iSmart-এর সেকেন্ড হ্যান্ড মডেল মাত্র 20 হাজার টাকায় পাওয়া যাচ্ছে। 2015 সালের মডেল এটি। কন্ডিশন এখনও পর্যন্ত বেশ ভালো আছে। তবে কেনার আগে নিজেরা যাচাই করে নেবেন।