Bike Loan

Maruti Alto K10: শুধুমাত্র আগস্ট মাসের জন্য এই অফার, এই সুযোগ লুফে নিন! মারুতি সুজুকি গাড়িতে দিচ্ছে বিরাট ছাড়

Aindrila Dhani

Published on:

check-maruti-suzuki-alto-k10-august-2024

Maruti Alto K10 Discount: বর্তমান সময়ে বহু মানুষ ছোট সাইজের গাড়ি কেনার স্বপ্ন দেখে। আজ আমরা 5 সিটের এমন একটি ছোট গাড়ির খবর নিয়ে এসেছি। আপনার বাজেট যদি 5 লাখ টাকার কম হয় তাহলে এই গাড়ি কিনতে পারবেন।

   

আজকের প্রতিবেদনে আমরা কথা বলছি Maruti Alto K10-এর সম্পর্কে। সাশ্রয়ী মূল্যে এই গাড়ি পেয়ে যাবেন আপনারা। গোটা আগস্ট মাস জুড়ে মারুতি সুজুকি তাদের এই ফোর হুইলারে দিচ্ছে দুর্দান্ত কিছু অফার। 50 হাজার টাকার বেশি ডিসকাউন্ট পেয়ে যাবেন এই মডেলের। প্রতি লিটারে 25 কিলোমিটার মাইলেজ দেয় এই গাড়ি।

Maruti Alto K10: ফিচার্স

এই গাড়িতে আধুনিক ফিচারের সুবিধা রয়েছে। এতে আপনারা 7 ইঞ্চির টাচ স্ক্রিন ইনফোটেইনমেন্ট সিস্টেম, অ্যাপেল কার প্লে, অ্যান্ড্রয়েড অটো, ডিজিটাল ইন্সট্রুমেন্ট ক্লাসটার, স্টিয়ারিং মাউন্টেড কন্ট্রোল, পাওয়ার এডজাস্টেবল ওভিআরএম, ডুয়েল এয়ার ব্যাগ আর এবিএস টেকনোলজি সহ রেয়ার পার্কিং সেন্সর পেয়ে যাবেন।

Maruti Alto K10: ইঞ্জিন

এই গাড়িতে 1.0 লিটারের পেট্রোল ইঞ্জিন রয়েছে। যা 67 বিএইচপি শক্তি ও 89 এনএম টর্ক উৎপাদন করতে পারে। এই ইঞ্জিনের সাথে 5 স্পিড ম্যানুয়াল ও অটোমেটিক ট্রান্সমিশনের বিকল্প পেয়ে যাবেন। এই গাড়ির ম্যানুয়াল ভ্যারিয়েন্ট প্রতি লিটারে 24.39 কিলোমিটার মাইলেজ দিতে পারে। অপরদিকে অটোমেটিক ম্যানুয়াল ট্রান্সমিশনের ভ্যারিয়েন্ট প্রতি লিটারে 24.90 কিলোমিটার মাইলেজ দেয়। সিএনজি ভ্যারিয়েন্ট 57 বিএইচপি শক্তি ও 82 এনএম টর্ক উৎপাদন করতে পারে। প্রতি কেজিতে সিএনজি ভ্যারিয়েন্ট 33.85 কিলোমিটার মাইলেজ দিতে পারে। এই গাড়িতে আপনারা চারটি ভ্যারিয়েন্টের সুবিধা পেয়ে যাবেন।

Maruti Alto K10: দাম

এই গাড়ির প্রারম্ভিক এক্স শোরুম মূল্য 3.99 লাখ টাকা। টপ ভ্যারিয়েন্টের এক্স শোরুম দাম 5.96 লাখ টাকা। আগস্ট মাসে কিনলে 50 হাজার টাকার বেশি ছাড় পেয়ে যাবেন এই মডেলে।

Maruti Alto K10: আগস্ট ডিসকাউন্ট অফার

এই গাড়িতে আপনারা বেশ ভালো মতো ডিসকাউন্ট পেয়ে যাবেন। এতে ক্যাশ ডিসকাউন্ট, এক্সচেঞ্জ বোনাস আর কর্পোরেট ডিসকাউন্টের সুবিধা রয়েছে। Maruti Alto K10-এর অটোমেটিক ভ্যারিয়েন্টে মোট 50 হাজার 100 টাকা পর্যন্ত ডিসকাউন্ট পেয়ে যাবেন। অপরদিকে ম্যানুয়াল ভ্যারিয়েন্টে রয়েছে মোট 45 হাজার 100 টাকা ডিসকাউন্ট পাওয়ার সুযোগ। এছাড়া সিএনজি ভ্যারিয়েন্টে 43 হাজার 100 টাকার ডিসকাউন্ট পেয়ে যেতে পারেন।