Mahindra XUV 500: ভারতের জনপ্রিয় ফোর হুইলার নির্মাতা কোম্পানি মাহিন্দ্রা খুব শীঘ্রই ভারতীয় বাজারে তাদের নতুন একটি এসইউভি লঞ্চ করতে চলেছে। এতে বেশ কিছু অ্যাডভান্স ফিচার দেখতে পাবেন। এছাড়া এই গাড়ির আকর্ষণীয় লুক এক দেখাতেই ভালো লেগে যাবে আপনাদের। মাহিন্দ্রার এই নতুন এসইউভি-তে শক্তিশালী ইঞ্জিনের সুবিধা পেয়ে যাবেন। এই গাড়িতে থাকছে দীর্ঘ মাইলেজ। ফলে নিজেই গাড়ি ড্রাইভ করে লম্বা সফরে বেরিয়ে যেতে পারবেন।
আজকের প্রতিবেদনে আমরা কথা বলছি Mahindra XUV 500-এর সম্পর্কে। বর্তমান সময়ের যুবকরা ফোর হুইলার বেশ পছন্দ করছে। কারণ এতে লাক্সারি ইন্টিরিয়ার আর প্রয়োজনীয় ফিচার একসাথে যুক্ত থাকছে। মাহিন্দ্রার এই গাড়িতে ছয়টি এয়ার ব্যাগের সুবিধা আপনারা পেয়ে যাবেন। এটি প্রতি ঘণ্টায় সর্বোচ্চ 185 কিলোমিটার বেগে ছুটতে পারে।
Mahindra XUV 500: ইঞ্জিন ও পারফরম্যান্স
এই নতুন ফোর হুইলার শক্তিশালী ইঞ্জিনের সাথে পেয়ে যাবেন দীর্ঘ মাইলেজ। এই গাড়িতে 2189সিসির 4 সিলিন্ডার ব্যবহার করেছে কোম্পানি। যা 152.87 বিএইচপি শক্তি ও 360 এনএম টর্ক উৎপাদন করতে সক্ষম। এই শক্তিশালী ইঞ্জিন প্রতি ঘণ্টায় সর্বোচ্চ 185 কিলোমিটার বেগে ছুটতে পারে। এছাড়া প্রতি লিটার পেট্রোলে 15 কিলোমিটার মাইলেজ দেয়।
Mahindra XUV 500: ফিচার্স
এই গাড়িতে ইউনিক ও এডভান্স ফিচারের ব্যবহার করা হয়েছে। সম্পূর্ণ নতুন অবতারে ভারতীয় বাজারে আসতে চলেছে Mahindra XUV 500। এতে আপনারা এন্টি লক ব্রেকিং সিস্টেম, সেন্ট্রাল লুকিং, পাওয়ার উইন্ডো লক, চাইল্ড সেফটি লক, ছয়টি এয়ার ব্যাগের মতো বেশ কিছু সেফটি ফিচার পেয়ে যাবেন। এর পাশাপাশি টাচ স্ক্রিন ইনফোটেইনমেন্ট সিস্টেম, এয়ার কন্ডিশনার ভেন্টস্, সিট বেল্ট আর ডিজিটাল ক্লাস্টারের মতো এডভান্স ফিচার এতে রয়েছে।
Mahindra XUV 500: দাম
দামের কথা বলতে গেলে, আপনারা এই এসইউভি 12 লাখ টাকা থেকে 20.07 লাখ টাকার মধ্যে পেয়ে যাবেন। তবে আপনাদের জানিয়ে রাখি, এই মডেলের ভিন্ন ভিন্ন ধরনের ভ্যারিয়েন্ট থাকবে। নিজেদের পছন্দ ও প্রয়োজনীয়তা অনুযায়ী যেকোনো মডেল বেছে নিতে পারবেন।