Bike Loan

Honda Ye S7: আগুন লুকে হোন্ডার ইলেকট্রিক গাড়ি! এক চার্জেই ছুটবে 500 কিমি, চোখে পড়ার মতো ফিচার্স

Aindrila Dhani

Published on:

honda-ye-s7-car-review

Honda Ye S7: এখন ইলেকট্রিক গাড়ির চাহিদা চোখে পড়ার মতো। ভারতীয় বাজারে তো ইলেকট্রিক গাড়ি কেনার জন্য মানুষের ভিড় উপচে পড়ছে। ইতিমধ্যে বেশকিছু কোম্পানি ইলেকট্রিক মডেল লঞ্চ করে ফেলেছে। এবার গ্রাহকদের চাহিদার কথা মাথায় রেখে ইলেকট্রিক ফোর হুইলার সেগমেন্টে নতুন মডেল নিয়ে এসেছে হোন্ডা।

   

আমরা কথা বলছি Honda Ye S7-এর সম্পর্কে। এই ফোর হুইলার সিঙ্গেল চার্জে 500 কিলোমিটারের বেশি রেঞ্জ দিতে পারে। এতে বেশ কিছু এডভান্স ফিচারের সুবিধা রয়েছে। ডিজাইনের দিক থেকেও কোনো খামতি রাখেনি কোম্পানি। কবে লঞ্চ হবে এটি? কী কী ফিচার্স রয়েছে এতে?

Honda Ye S7: রেঞ্জ

দুর্দান্ত রেঞ্জ সহ ভারতীয় বাজারে এন্ট্রি নিতে চলেছে Honda Ye S7। এই ইলেকট্রিক গাড়িতে শক্তিশালী লিথিয়াম আয়ন ব্যাটারি প্যাকের ব্যবহার করেছে কোম্পানি। যা একবার সম্পূর্ণ চার্জে 500 কিলোমিটারের বেশি রেঞ্জ দিতে পারবে। এই গাড়ি ড্রাইভ করে আপনারা লম্বা সফরে বেরিয়ে যেতেই পারেন। এছাড়া এতে দুই ধরনের মোটরের বিকল্প পেয়ে যাবেন। সিঙ্গেল মোটর 268 বিএইচপি শক্তি উৎপাদন করতে সক্ষম। অপরদিকে ডুয়াল মোটর 469 বিএইচপি শক্তি উৎপাদন করবে।

Honda Ye S7: ফিচার্স

এই ইলেকট্রিক গাড়িতে লাক্সারি ও অ্যাডভান্স ফিচার ব্যবহার করা হয়েছে। এতে আপনারা ডিজিটাল স্পিডোমিটার, টাচ স্ক্রিন ইনফোটেইনমেন্ট সিস্টেম, সিট বেল্ট, পাওয়ার স্টিয়ারিং হুইল, পাওয়ার উইন্ডো, একাধিক এয়ার ব্যাগ, শক্তিশালী মিউজিক সিস্টেম, ইলেকট্রনিক্স সিবিলিটি কন্ট্রোল, ডুয়াল সানরুফ, অ্যান্টি লক ব্রেকিং সিস্টেম, পার্কিং ব্রেক সহ বেশ কিছু সুবিধা পেয়ে যাবেন।

Honda Ye S7: লঞ্চের তারিখ

খুব শীঘ্রই এই গাড়িটির লঞ্চ হবে। ভারতীয় বাজারে Honda Ye S7-এর লঞ্চ সম্পর্কে তেমন কোনো তথ্য সামনে আনেনি কোম্পানি। এছাড়া এর দাম সম্পর্কে কিছু জানা যায়নি।