MG Astor: অনেকেই নতুন গাড়ির খোঁজ করছেন, কিন্তু নিজের বাজেটের মধ্যে ভালো মডেল পাচ্ছেন না। আজকে এমনই একটি গাড়ির খোঁজ নিয়ে এসেছি আমরা। আজকে কথা বলব MG Astor-এর সম্পর্কে।
MG Astor-এ দুর্দান্ত ফিচার্স ও শক্তিশালী ইঞ্জিনের ব্যবহার করেছে কোম্পানি। এই গাড়ির এক ঝলকে আপনারা দিওয়ানা হয়ে যাবেন। এবার Hyundai Creta-র দিন শেষ, বাজার কাঁপাবে MG Astor। এই গাড়ি প্রতি লিটার পেট্রোলে 25 কিলোমিটার মাইলেজ দিতে পারে।
MG Astor: ফিচার্স
এই গাড়িতে 10.1 ইঞ্চির টাচ স্ক্রিন ইনফোটেইনমেন্ট সিস্টেম, ওয়ারলেস অ্যান্ড্রয়েড অটো, অ্যাপেল কার প্লে কানেক্টিভিটি, পাওয়ার এডজাস্টেবল ড্রাইভার সিট, ক্রুজ কন্ট্রোল, প্যানোরেমিক সানরুফ, প্রিমিয়াম লেদার সিট, সাউন্ড সিস্টেম সহ বেশ কিছু লাক্সারি ফিচার্স পেয়ে যাবেন।
MG Astor: ইঞ্জিন
এই গাড়িতে শক্তিশালী ইঞ্জিনের ব্যবহার করা হয়েছে। এতে আপনারা 1.5 লিটারের ন্যাচারালি অ্যাসপিরিটেড পেট্রোল ইঞ্জিন পেয়ে যাবেন। যা 110 বিএইচপি শক্তি ও 144 এনএম টর্ক উৎপাদন করতে সক্ষম। প্রতি লিটারে MG Astor 25 কিলোমিটার মাইলেজ দিতে পারে।
MG Astor: দাম
এই গাড়ির দাম মাত্র 12 লাখ টাকা (এক্স শোরুম)। শক্তিশালী ইঞ্জিন আর আকর্ষণীয় ফিচার সহ এই গাড়িটি ভারতীয় বাজারের Hyundai Creta, Kia Seltos আর Mahindra XUV 3XO-র মতো মডেলকে টক্কর দেবে।