Bike Loan

Bajaj Pulsar NS160: যুবকদের বুকে আগুন লাগাবে পালসারের এই মডেল! স্টাইলিশ লুকে ফিদা সবাই, দাম বাজেটের মধ্যেই

Aindrila Dhani

Published on:

bajaj-pulsar-ns160-bike-price

Bajaj Pulsar NS160 : Bajaj Pulsar N150 আর Bajaj Pulsar N160 লঞ্চ হওয়ার পর থেকে কোম্পানি Bajaj Pulsar NS200 ও Bajaj Pulsar NS160 মডেলের আপডেটে কাজ করেছে। Pulsar NS200 বাইকটি 2012 সালে প্রথমবার লঞ্চ হয়েছিল অপরদিকে Bajaj Pulsar N160 2017 সালে লঞ্চ হয়েছিল।

   

টু-হুইলার সেগমেন্টে নতুন বাইক কিনতে চাইলে আজকের প্রতিবেদন মন দিয়ে পড়ুন। বাজাজ অটো আধুনিক স্পেসিফিকেশন সহ বাজারে নতুন বাইক লাঞ্চ করেছে। এতে দুর্দান্ত ফিচারের সুবিধা পেয়ে যাবেন। বাজাজের এই বাইকে শক্তিশালী ইঞ্জিন রয়েছে। যার সাহায্যে Bajaj Pulsar NS160 দীর্ঘ মাইলেজ দিতে পারে।

Bajaj Pulsar NS160: ফিচার্স

এই বাইকে ডিজিটাল ইন্সট্রুমেন্ট ক্লাসটারের ব্যবহার করা হয়েছে। এছাড়া ব্লুটুথ কানেক্টিভিটি সিস্টেম দেওয়া হয়েছে। সুরক্ষার জন্য Bajaj Pulsar NS160-তে ডিস্ক ব্রেকের সুবিধা পেয়ে যাবেন। এই বাইক চালিয়ে আপনারা বেশ আরাম পাবেন।

Bajaj Pulsar NS160: ইঞ্জিন

এবার আমরা বাইকটির ইঞ্জিন সম্পর্কে কথা বলব। এই বাইকে 160.3cc-র এয়ার ও অয়েল কুল্ড, সিঙ্গেল সিলিন্ডার ইঞ্জিন ব্যবহার করা হয়েছে। এই ইঞ্জিন দুর্দান্ত পাওয়ার ও টর্ক জেনারেট করতে পারে। এর সাথে 5 স্পিড গিয়ার বক্স যুক্ত রয়েছে। প্রতি লিটার পেট্রোলে Bajaj Pulsar NS160 প্রায় 52 কিলোমিটার মাইলেজ দিতে পারে।

Bajaj Pulsar NS160: দাম

দামের কথা বলতে গেলে, Bajaj Pulsar NS160 আপনারা সাশ্রয়ী মূল্যে পেয়ে যাবেন। কোম্পানি এই বাইকটি 1.75 লাখ টাকার অন রোড দামে লঞ্চ করেছে।