Tata SUV: আপনি কি নতুন গাড়ি কিনতে চাইছেন? তাহলে আজকের প্রতিবেদন আপনার জন্য। টাটা মোটরস সম্প্রতি তাদের নতুন এসইউভি মডেল লাঞ্চ করেছে। দীর্ঘ মাইলেজের পাশাপাশি এতে আধুনিক ফিচারের সুবিধা পেয়ে যাবেন।
Tata SUV-তে শক্তিশালী ইঞ্জিন রয়েছে। এছাড়া এতে দুই ধরনের ট্রান্সমিশনের বিকল্প পেয়ে যাবেন। মাইলেজের দিক থেকেও বেশ ভালো এই মডেলটি। প্রতি লিটারে 21 কিলোমিটার মতো মাইলেজ দিতে পারে। এতে আপনার স্মার্টফোন কানেক্টিভিটি পেয়ে যাবেন। প্রয়োজনীয় সমস্ত ফিচার এই গাড়িতে রয়েছে।
Tata SUV: ইঞ্জিন
কোম্পানি এই গাড়িতে 1.07 লিটারের পেট্রোল ইঞ্জিন ব্যবহার করেছে। যা 88 bhp শক্তি ও 115 Nm টর্ক উৎপাদন করতে পারে। এই গাড়ি চালিয়ে আপনার লম্বা সফরে যেতে পারবেন। কোম্পানি এই গাড়ির ইঞ্জিনের সাথে 5 স্পিড ম্যানুয়াল ও AMT ট্রান্সমিশন এর বিকল্প দিয়েছে। এই গাড়ি ম্যানুয়াল ট্রান্সমিশনের সাহায্যে প্রতি লিটারে 20.99 কিলোমিটার মাইলেজ দিতে সক্ষম। এই গাড়িতে আপনারা সিএনজি চালিত ভ্যারিয়েন্ট পেয়ে যাবেন। সিএনজি ইঞ্জিন প্রতি কেজিতে 26.99 কিলোমিটার মাইলেজ দিতে পারে।
Tata SUV: ফিচার্স
এই গাড়িতে লেটেস্ট ফিচারের ব্যবহার করেছে কোম্পানি। এতে 7 ইঞ্চির টাচ স্ক্রিন ইনফোটেইনমেন্ট সিস্টেম, 7 ইঞ্চির ইন্স্ট্রুমেন্ট ক্লাস্টার, কানেক্টেড কার টেকনোলজি সহ বেশ কিছু আধুনিক ফিচার রয়েছে। এর পাশাপাশি দুটি এয়ার ব্যাগ, ইলেকট্রনিক স্টেবিলিটি কন্ট্রোল, অটোমেটিক এয়ার কন্ডিশনার, ক্রুজ কন্ট্রোল, ক্লাইমেট কন্ট্রোল, এডজাস্টেবল ড্রাইভার সিট, ভালো মিউজিক সিস্টেম ইত্যাদি রয়েছে।
Tata SUV: দাম
এই এসইউভি ভারতে 6 লাখ 30 হাজার টাকায় লঞ্চ হয়েছে। তবে এর টপ ভ্যারিয়েন্টের দাম 10 লাখ 20 হাজার টাকা।