Bike Loan

Toyota Mini Fortuner: এবার পূরণ হবে গরিবের স্বপ্ন! দুর্দান্ত গাড়ি নিয়ে হাজির টয়োটা, সিঙ্গেল চার্জে ছুটবে 700 কিমি

Aindrila Dhani

Published on:

toyota-mini-fortuner-car-review

Toyota Mini Fortuner: বর্তমান সময়ে টয়োটা কোম্পানি নিজের কর্মক্ষমতার জন্য ভীষণ জনপ্রিয়। এই কোম্পানির সবথেকে বিখ্যাত মডেল হল Toyota Fortuner। এই মডেলটি বিশ্বব্যাপী হুলুস্থুল ফেলে দিয়েছে। এবার ভারতীয় বাজারে খুব শীঘ্রই এর নতুন ভ্যারিয়েন্ট লঞ্চ হতে চলেছে।

   

নমস্কার বন্ধুরা, আজকের প্রতিবেদনে আপনাদের স্বাগত। এই প্রতিবেদনে আমরা কথা বলব Toyota Mini Fortuner-এর সম্পর্কে। খুব শীঘ্রই এটি ভারতীয় বাজারে আসতে চলেছে। জানা যাচ্ছে, এই গাড়িটি 700 কিলোমিটারের বেশি রেঞ্জ দেবে। এছাড়া এতে এডভান্স ফিচার ব্যবহার করেছে কোম্পানি। গাড়িটির আকর্ষণীয় লুক আপনাদের ভালো লাগবে বলেই আশাবাদী কোম্পানি।

Toyota Mini Fortuner: ফিচার্স

Toyota Mini Fortuner-এ আপনারা আধুনিক ফিচারের সুবিধা পেয়ে যাবেন। এতে দেওয়া ইউএসবি চার্জিং পোর্টের মাধ্যমে আপনারা নিজের ইলেকট্রনিক ডিভাইস যেকোন সময় চার্জ করতে পারবেন। এছাড়া এতে ডিজিটাল স্পিডোমিটারের সুবিধা রয়েছে। এই গাড়িতে সুরক্ষার জন্য ডিস্ক ব্রেক ও অ্যান্টি লক ব্রেকিং সিস্টেম রয়েছে। কোম্পানি এই গাড়িতে ইলেকট্রনিক স্টেবিলটি কন্ট্রোল, একাধিক এয়ার ব্যাগ, মিউজিক সিস্টেম, এয়ার কন্ডিশনার, আরামদায়ক সিট সব বেশকিছু ফিচার দিয়েছে।

Toyota Mini Fortuner: ইঞ্জিন

এই এসইউভির ইঞ্জিন সম্পর্কে তেমন কোন তথ্য সামনে আসেনি। কিন্তু রিপোর্ট অনুযায়ী এতে একাধিক পাওয়ারট্রেনের বিকল্প দেওয়া হতে পারে। Toyota Mini Fortuner-এ আপনারা 2.4 থেকে 2.8 লিটারের ডিজেল ইঞ্জিন ও 2.7 লিটারের পেট্রোল ইঞ্জিন পেয়ে যেতে পারেন। এই একই ইঞ্জিন Toyota Fortuner-এর ভারতীয় মডেলে ব্যবহার করা হয়ে থাকে। এই শক্তিশালী ইঞ্জিন দুর্দান্ত মাইলেজ দেবে বলে শোনা যাচ্ছে।

Toyota Mini Fortuner: দাম

এই এসইউভি এখনও বাজারে আসেনি। তাই‌ Toyota Mini Fortuner-এর সঠিক দাম সম্পর্কে কোন তথ্য আমরা জানতে পারিনি। তবে এই মডেলটি খানিকটা সস্তা হতে পারে বলে আশা করা যাচ্ছে।