Hero Splendor Electric: হিরো মোটকর্পের নাম নিশ্চয় শুনে থাকবেন। এই কোম্পানি বিগত কয়েক বছর ধরে ভারতে বেশ ভালো ব্যবসা করছে। এই কোম্পানির বেশ কয়েকটি বাইক ভারতের রাস্তায় দেখা যায়। তেমনি একটি জনপ্রিয় মডেল হল Hero Splendor।
তবে এখন পেট্রোল আর ডিজেলের দাম ওঠা-নামা করার জন্য অনেকে আর সাধারণ বাইক কিনতে চাইছেন না। তাই হিরো মোটকর্প তাদের জনপ্রিয় Hero Splendor-এর ইলেকট্রিক অবতার নিয়ে হাজির হয়েছে- Hero Splendor Electric। এই ইলেকট্রিক ভ্যারিয়েন্টে এলইডি হেডল্যাম্প রয়েছে। এছাড়া 16 ইঞ্চির অ্যালয় হুইল দেখতে পাবেন। এই বাইক রেঞ্জের দিক থেকেও দারুণ।
Hero Splendor Electric: ফিচার্স
Hero Splendor Electric-এ গ্রাহকদের সুবিধার জন্য বেশকিছু প্রয়োজনীয় ফিচারের ব্যবহার করেছে কোম্পানি। এই ইলেকট্রিক বাইকে স্মার্টফোন কানেক্টিভিটি, ইউএসবি চার্জিং পোর্ট, ডিজিটাল ইন্স্ট্রুমেন্ট ক্লাস্টার ইত্যাদি রয়েছে। এছাড়া রাতে ভালোভাবে ড্রাইভ করার জন্য এলইডি হেডলাইট ও এলইডি টেইল লাইটের সুবিধা রয়েছে এতে। এর পাশাপাশি 16 ইঞ্চির অ্যালয় হুইল রয়েছে।
Hero Splendor Electric: রেঞ্জ
এই ইলেকট্রিক বাইকে বড় ও শক্তিশালী ব্যাটারির ব্যবহার করেছে কোম্পানি। এতে 4 কিলোওয়াট আওয়ার ক্যাপাসিটির ব্যাটারি প্যাক রয়েছে। যা সম্পূর্ণ চার্জে 300 কিলোমিটারের বেশি রেঞ্জ দেবে। এছাড়া শক্তিশালী ইলেকট্রিক মোটর দেবে কোম্পানি। যার সাহায্যে ঝড়ের গতিতে দৌড়াবে Hero Splendor Electric।
Hero Splendor Electric: দাম
এবার আমরা এই ইলেকট্রিক বাইকের দাম সম্পর্কে কথা বলব। Hero Splendor Electric-এর দাম 1.3 লাখ টাকা রাখতে পারে কোম্পানি।