Bike Loan

EMotorad T-Rex Air 29: চোখে পড়ার মতো চেহারা, দৌড়বে স্কুটির গতিতে! চমৎকার রেঞ্জ সহ ভরপুর ফিচার, গ্যারান্টি পছন্দ হবেই

Aindrila Dhani

Published on:

emotorad-t-rex-air-29-price

EMotorad T-Rex Air 29 : আপনিও যদি একটি নতুন ইলেকট্রিক সাইকেল কেনার পরিকল্পনা করে থাকেন, তাহলে আপনাকে জানাই যে সম্প্রতি ইমোটোরাড নামের একটি কোম্পানি নতুন ইলেকট্রিক সাইকেল লঞ্চ করেছে। যার পুরো নাম EMotorad T-Rex Air 29। চোখে পড়ার মতো বিষয় হল, এই ইলেকট্রিক সাইকেলটির দাম খুবই কম। এটি ভারতীয় বাজারে উপলব্ধ রয়েছে।

   

এই ইলেকট্রিক সাইকেলে আপনারা 50 কিলোমিটারের রেঞ্জ এবং অনেক উন্নত ফিচার্স দেখতে পেয়ে যাবেন। কী কী ফিচার্স রয়েছে এতে? কত টাকা দাম এই ইলেকট্রিক সাইকেলের? কেমন পরিষেবা দেয়? সব জেনে নিন আজকের প্রতিবেদনে।

EMotorad T-Rex Air 29: রেঞ্জ

সবার প্রথমে আমরা আপনাকে এই ইলেকট্রিক সাইকেলে উপলব্ধ শক্তিশালী ব্যাটারি প্যাক এবং মোটর সম্পর্কে জানাব। এই ইলেকট্রিক সাইকেলে 10.2 কিলোওয়াট ক্যাপাসিটির অপসারণযোগ্য লিথিয়াম আয়ন ব্যাটারি প্যাক ব্যবহার করা হয়েছে। যা 3 ঘণ্টা থেকে 4 ঘণ্টার মধ্যে 100 শতাংশ পর্যন্ত চার্জ হয়ে যায়। এটি একবার সম্পূর্ণ চার্জ হলে 50 কিলোমিটারের চমৎকার রেঞ্জ দিতে সক্ষম।

EMotorad T-Rex Air 29: মোটর

এই ইলেকট্রিক সাইকেলটিতে বিএলডিসি প্রযুক্তির শক্তিশালী ইলেকট্রিক মোটর ব্যবহার করা হয়েছে। এই শক্তিশালী মোটরটি প্রতি ঘণ্টায় সর্বোচ্চ 25 কিলোমিটার বেগে চলতে সক্ষম।

EMotorad T-Rex Air 29: ফিচার্স

ফিচার হিসেবে এতে সামনে এবং পেছনের চাকায় ডিস্ক ব্রেক, ডিজিটাল স্পিডোমিটার, ভালো ব্রেকিংয়ের জন্য রাইডিং মোডের মতো ফিচার দেওয়া হয়েছে।

EMotorad T-Rex Air 29: দাম

আমরা যদি দামের কথা বলি, তাহলে এই ইলেকট্রিক সাইকেলটি সাধারণ মানুষের বাজেটে রাখার জন্য কোম্পানি এটি খুব কম দামে লঞ্চ করেছে। বাজারে এর দাম মাত্র 35 হাজার টাকা। যেটি 3 হাজার টাকার ইন্সুরেন্সের পরে আপনি 38 হাজার টাকা পর্যন্ত দামে এই ইলেকট্রিক সাইকেলটি কিনতে পারবেন।