Tork Kratos R: ভারতীয় যুবকদের স্পোর্টস বাইক বেশ পছন্দের। এখন স্পোর্টস বাইকের চাহিদা চোখে পড়ার মত। কিন্তু যখন থেকে পেট্রোল আর ডিজেলের দাম বেড়েছে, তখন থেকে মানুষ ইলেকট্রিক বাইক বেশি পরিমাণে ব্যবহার করা শুরু করেছেন। ইলেকট্রিক বাইক ভালো রেঞ্জ দিলেও স্পোর্টস বাইক রাইড করার যে অনুভূতি তা অনেকেই অভাব বোধ করেন।
এইসব দিক মাথায় রেখে একটি ইলেকট্রিক বাইক ম্যানুফ্যাকচারিং কোম্পানি নিয়ে এসেছে ইলেকট্রিক স্পোর্টস বাইক। এই মডেলটি যেকোনো পেট্রোল চালিত বাইককে টক্কর দিতে পারেন। আমরা কথা বলছি Tork Kratos R-এর সম্পর্কে। এই বাইকটি 186 কিলোমিটারের বেশি রেঞ্জ দিতে পারে। আর প্রতি ঘণ্টায় ঝড়ের গতিতে দৌড়াতে পারে এটি।
Tork Kratos R: রেঞ্জ
মার্কেটে আপনারা বিভিন্ন কোম্পানির ভিন্ন ভিন্ন ধরনের ইলেকট্রিক বাইক পেয়ে যাবেন। এই মডেলটি প্রায় 8 মাস থেকে 10 মাস আগে বাজারে পেশ হয়েছে। এতে 4.6 কিলোওয়াট আওয়ার ক্যাপাসিটির ব্যাটারি প্যাক ব্যবহার করা হয়েছে। এটি একবার সম্পূর্ণ চার্জ হতে মাত্র 50 মিনিট সময় নেয়। আসলে কোম্পানি ব্যাটারি দ্রুত চার্জ হওয়ার জন্য এই বাইকে ডিসি ফাস্ট চার্জারের ব্যবহার করেছে। যা সিঙ্গেল চার্জে 186 কিলোমিটার রেঞ্জ দিতে পারে।
Tork Kratos R: গতিবেগ
এই ইলেকট্রিক স্পোর্টস বাইকে 9000 ওয়াটের শক্তিশালী ইলেকট্রিক মোটরের ব্যবহার করেছে কোম্পানি। প্রতি ঘণ্টায় Tork Kratos R-এর সর্বোচ্চ গতিবেগ 105 কিলোমিটার।
Tork Kratos R: ফিচার্স ও ডিজাইন
এই বাইকের ডিজাইন পেট্রোল চালিত স্পোর্টস বাইককে হার মানিয়ে দেবে। এছাড়া এতে এডভান্স ফিচারের ব্যবহার করেছে কোম্পানি। এই ইলেকট্রিক বাইকে স্মার্টফোন কানেক্টিভিটি, নেভিয়েশন, ব্লুটুথ কানেক্টিভিটি ইত্যাদি রয়েছে।
Tork Kratos R: দাম
এই ইলেকট্রিক বাইকের এক্স শোরুম দাম 1.35 লাখ টাকা। আপনারা চাইলে ফাইন্যান্স প্ল্যানে এটি কিনতে পারবেন। এই সম্পর্কে বিশদ জানতে কোম্পানির নিকটবর্তী শোরুমে যোগাযোগ করুন।