নতুন আপডেট সহ লঞ্চ হতে চলেছে Hero Passion Pro 2024। এতে আপনারা আপডেটেড ফিচার্স পেয়ে যাবেন। বর্তমানে অটোমোবাইল ইন্ডাস্ট্রির সবথেকে চাহিদা সম্পন্ন বাইক হল Hero Passion Pro 2024। জেনে নিন বিস্তারিত।
অটোমোবাইল সেক্টরে হুলুস্থুল ফেলতে চলে এসেছে Hero-র নতুন বাইক। অটোমোবাইল সেক্টরের কম্পিটিশনের ব্যাপারে কম-বেশি সকলেই জানে। টু-হুইলার ম্যানুফ্যাকচারিং কোম্পানিগুলি এখন একে অপরকে পাল্লা দিতে প্রায়শই নতুন মডেল লঞ্চ করছে। এবার Hero Motocorp-এর পালা। তাদের নতুন মডেলে আকর্ষণীয় ফিচারের পাশাপাশি রয়েছে নতুন ডিজাইন। ভারতীয় অটোমোবাইল সেক্টরে এই কোম্পানির এক বিশেষ জায়গা রয়েছে। এই কোম্পানি এবার লঞ্চ করেছে Hero Passion Pro। এটি 84 কিলোমিটার মাইলেজ দিতে সক্ষম। বাজেট ফ্রেন্ডলি দামে কিনে ফেলুন এই বাইকটি।
2024 Hero Passion Pro: ইঞ্জিন
এই টু-হুইলারে 110cc-র এয়ার কুল্ড পেট্রোল ইঞ্জিন ব্যবহার করেছে কোম্পানি। যা 7500 rpm-এ 9.3 bhp শক্তি ও 5500 rpm-এ 10 Nm টর্ক উৎপাদন করে। এই ইঞ্জিনের সাথে 4 স্পিড ম্যানুয়াল গিয়ার বক্স রয়েছে। 2024 Hero Passion Pro প্রতি লিটার পেট্রোলে 84 কিলোমিটার মতো মাইলেজ দিতে সক্ষম।
2024 Hero Passion Pro: ফিচার্স
ফিচারের কথা বলতে গেলে, এই বাইকে AHO হেডলাইট, টেইল লাইট, অডোমিটার, ফিউল ইগনিশন, ট্রিপ মিটার, ইউএসবি চার্জিং পোর্ট, ডিজিটাল অ্যানালগ স্পিডোমিটর, মাস্কুলার ফিউল ট্যাঙ্ক, নী প্যাড, অটোমেটিক হেডল্যাম্প ও i3S টেকনোলজির স্টার্ট বাটন রয়েছে।
2024 Hero Passion Pro: দাম
2024 Hero Passion Pro-তে আলাদা আলাদা ভ্যারিয়েন্ট পেয়ে যাবেন। এই বাইকের এক্স শোরুম দাম 65 হাজার 579 টাকা থেকে 75 হাজার 569 টাকার মধ্যে।