ভারতীয় বাজারে ক্রুজার বাইক সেগমেন্টে সবচেয়ে বেশি আধিপত্য রয়েছে রয়্যাল এনফিল্ডের। কিন্তু বর্তমান সময়ে প্রতিটি কোম্পানিই ক্রুজার বাইক সেগমেন্টে নিজেদের আধিপত্য প্রতিষ্ঠা করতে একাধিক ক্রুজার বাইক লঞ্চ করছে।
ইতিমধ্যে, হোন্ডা বুলেটের মতো চেহারা এবং 40 কিলোমিটার মাইলেজ সহ Honda Hness CB350 পেশ করেছে। এতে অনেক উন্নত ফিচার্স এবং বুলেটের মতো শক্তিশালী ইঞ্জিন রয়েছে। এই বাইকে ডুয়াল চ্যানেল ABS ও স্মার্টফোন কানেক্টিভিটির সুবিধা রয়েছে। এক দেখাতেই এই বাইক পছন্দ হয়ে যাবে আপনাদের।
Honda Hness CB350: ইঞ্জিন
এই বাইকে শক্তিশালী ইঞ্জিন এর ব্যবহার করেছে কোম্পানি। এতে রয়েছে 348.36cc-র এয়ার কুল্ড, 4 স্ট্রোক, সিঙ্গেল সিলিন্ডার ইঞ্জিন। যা 5500 rpm-এ 21 Ps শক্তি ও 3000 rpm-এ 29 Nm টর্ক উৎপাদন করতে পারে। এই বাইকের ইঞ্জিনের সাথে 5 স্পিড গিয়ার বক্স যুক্ত রয়েছে। Honda Hness CB350 প্রতি লিটারে 40 কিলোমিটার মাইলেজ দিতে পারে।
Honda Hness CB350: ফিচার্স
এই ক্রুজার বাইকটির ইঞ্জিন সম্বন্ধে কথা বলতে গেলে, এতে রয়েছে ডিজিটাল ইন্সট্রুমেন্ট ক্লাস্টার, এলইডি হেড লাইট, ডুয়াল চ্যানেল অ্যান্টি লক ব্রেকিং সিস্টেম, স্মার্ট ফোন কানেক্টিভিটি, ইউ এস বি চার্জিং সাপোর্ট ও টিউবলেস টায়ার সহ এডভান্স ফিচারের সুবিধা।
Honda Hness CB350: দাম
হোন্ডার বাইক সাধারণত কম দামে লঞ্চ করা হয়। এই কোম্পানির বাইক মধ্যবিত্ত মানুষের সাধ্যের মধ্যে রাখার চেষ্টা করে কোম্পানি। Honda Hness CB350 ভারতীয় বাজারে 2.10 লাখ টাকার এক্স শোরুম দামে লাঞ্চ করা হয়েছে। অপরদিকে এই ক্রজার বাইকের টপ ভ্যারিয়েন্টের এক্স শোরুম দাম 2.60 লাখ টাকা।