Yamaha E01 Electric Scooter: ইলেকট্রিক স্কুটারের ঊর্ধ্বমুখী চাহিদার কারণে বর্তমানে ইয়ামাহা বাজারে নিয়ে এসেছে তাদের প্রথম ইলেকট্রিক স্কুটার। এখন গোটা দুনিয়ার কোম্পানি নতুন নতুন ইলেকট্রিক স্কুটার ডেভেলপ করছে। আর ভারতীয় বাজারের লঞ্চ করার প্রস্তুতি নিচ্ছে। ইয়ামাহা এই দৌড়ে কীভাবে পিছিয়ে থাকে?
ইয়ামাহা নিয়ে এসেছে তাদের প্রথম ইলেকট্রিক স্কুটার Yamaha E01। এই ইলেকট্রিক স্কুটার একবার সম্পূর্ণ চার্জ দিলে 250 কিলোমিটার রেঞ্জ দিতে পারে।
Yamaha E01: ফিচার্স
এটি ইয়ামাহার সর্বপ্রথম ইলেকট্রিক স্কুটার। তবে এই ইলেকট্রিক স্কুটারটি অন্যান্য ইলেকট্রিক স্কুটারের তুলনায় অনেকটাই আলাদা। এতে শার্প লাইন, অ্যাঙ্গুলার বডি ওয়ার্ক আর এগ্রেসিভ স্টেন্স দেখতে পেয়ে যাবেন। এছাড়া এই মডেলে এয়ারোডাইনামিক শেপ স্টাইল ও এলইডি লাইটিং-এর ব্যবহার করা হয়েছে। এছাড়া এতে রয়েছে বড় টিএফটি ডিসপ্লে, রাইডিং মোড ও ইউএসবি চার্জিং পোর্ট। এছাড়া টিউবলেস টায়ার, স্মার্টফোন কানেক্টিভিটি, ব্লুটুথ কানেক্টিভিটি ও ডিস্ক ব্রেকের সুবিধা রয়েছে।
Yamaha E01: রেঞ্জ
এই ইলেকট্রিক স্কুটারে 6 কিলোওয়াট আওয়ার ক্যাপাসিটি থেকে 10 কিলোওয়াট আওয়ার ক্যাপাসিটি লিথিয়াম আয়ন ব্যাটারি প্যাক ব্যবহার করা হবে। এটি সম্পূর্ণ চার্জে 100 কিলোমিটার থেকে শুরু করে 201 কিলোমিটার পর্যন্ত রেঞ্জ দিতে পারবে। এছাড়া 8.5 কিলোওয়াট ক্যাপাসিটি ইলেকট্রিক মোটর ব্যবহার করেছে কোম্পানি। যা 9.5 bhp শক্তি উৎপাদন করতে সক্ষম। এছাড়া Yamaha E01 প্রতি ঘণ্টায় সর্বোচ্চ 140 কিলোমিটার বেগে ছুটতে সক্ষম।
Yamaha E01: দাম
এই ইলেকট্রিক স্কুটারের দাম সম্পর্কে কোন অফিসিয়াল ঘোষণা করা হয়নি। তবে অনলাইন রিপোর্ট অনুযায়ী ভারতীয় বাজারে এই ইলেকট্রিক স্কুটারটির প্রারম্ভিক দাম হবে 1.5 লাখ টাকা।