Bike Loan

Hero A2B Electric Cycle: মোবাইলের দামে কিনে ফেলুন ই-সাইকেল! নজরকাড়া লুকে বাজার কাঁপাবে, এক চার্জেই ঘোরা যাবে সারা শহর

Aindrila Dhani

Published on:

hero-a2b-electric-cycle-price

বর্তমান সময়ে ইলেকট্রিক সাইকেলের চাহিদা দ্রুতহারের বৃদ্ধি পাচ্ছে। এই কারণে হিরো ভারতীয় বাজারে আরও একবার নতুন ইলেকট্রিক সাইকেল লঞ্চ করেছে। গ্রাহকরা দীর্ঘদিন ধরে এই মডেলটির অপেক্ষায় ছিল।

   

সম্প্রতি হিরো লঞ্চ করেছে তাদের নতুন ইলেকট্রিক সাইকেল Hero A2B। আপনারা জানিয়ে রাখি, এই মডেলটি খুব কম সময়ের মধ্যে লঞ্চ করা হয়েছে। এটি 70 কিলোমিটার রেঞ্জ দিতে পারে। এর লুক বেশ আকর্ষণীয়। এছাড়া এতে রয়েছে বেশ কিছু এডভান্স ফিচারের সুবিধা।

Hero A2B Electric Cycle: রেঞ্জ

দীর্ঘ সময় ধরে ভারতীয় বাজারে Hero A2B Electric Cycle লঞ্চ আওয়ার চর্চা চলছিল। সেই চর্চাকে সত্যি করে হিরো তাদের ইলেকট্রিক সাইকেলটি লঞ্চ করে দিয়েছে। হিরো বিদেশ ব্র্যান্ড A2B-র সাথে মিলিতভাবে এই মডেলটি লঞ্চ করেছে। তবে এটি বৈদেশিক বাজারে লঞ্চ হয়েছে। দেশীয় বাজারে লঞ্চ হওয়া এখনো বাকি আছে। সূত্র অনুযায়ী, Hero A2B Electric Cycle-এ 5.8 mAh ক্যাপাসিটির লিথিয়াম আয়ন ব্যাটারি প্যাক ব্যবহার করা হয়েছে। যা মাত্র 5 ঘণ্টায় সম্পূর্ণ চার্জ হয়ে যায়। সিঙ্গেল চার্জে এই ইলেকট্রিক সাইকেল 70 কিলোমিটার থেকে 80 কিলোমিটার মতো রেঞ্জ প্রদান করতে পারে।

Hero A2B Electric Cycle: ফিচার্স

ফিচারের সম্বন্ধে কথা বলতে গেলে, এতে আপনারা বেশ কিছু এডভান্স ফিচারের সুবিধা পেয়ে যাবেন। এতে শক্তিশালী ইলেকট্রিক মোটরের ব্যবহার করেছে কোম্পানি। এই ইলেকট্রিক সাইকেলটিতে টেলিস্কোপিক সাসপেনশন, স্মার্টফোন কানেক্টিভিটি, ডুয়াল ডিস্ক ব্রেক, এডজাস্টেবল সিট আর স্পিডোমিটার সহ আধুনিক ফিচারের সুবিধা রয়েছে।

Hero A2B Electric Cycle: দাম

রিপোর্ট অনুযায়ী, ভারতীয় বাজারে এই ইলেকট্রিক সাইকেলটির সম্ভাব্য প্রারম্ভিক দাম 35 হাজার টাকা। 2025 এই মডেলটি এদেশে লঞ্চ হতে পারে।