Bike Loan

Revolt RV400 EV: রেকর্ড গড়লো নতুন ই-বাইক! প্রথম দিনেই লাখ লাখ বুকিং, রাতের ঘুম উড়েছে যুবকদের

Aindrila Dhani

Published on:

revolt-rv400-ev-price

Revolt RV400 EV: ভারতীয় বাজারে এখন পেট্রোল চালিত বাইককে সরাসরি টক্কর দিচ্ছে ইলেকট্রিক বাইক। বিভিন্ন কোম্পানি এই সেগমেন্টে তাদের ইলেকট্রিক বাইক ইতিমধ্যে লঞ্চ করে ফেলেছে। তবে ভারতে সবথেকে বেশি বিক্রি হওয়া ইলেকট্রিক বাইক হল Revolt RV400।

   

এই ইলেকট্রিক বাইকটি লঞ্চ হওয়ার পর থেকে তুমুল জনপ্রিয়তা অর্জন করেছে। Revolt RV400 বুকিং শুরু হওয়ার কিছু সময়ের মধ্যেই প্রচুর পরিমাণে বুকিং জমা পড়েছিল। এই বাইক যুবকদের হৃদয়ে রীতিমতো রাজত্ব করছে। আকর্ষণীয় লুক ও ভালো রেঞ্জ সহ এই ইলেকট্রিক বাইক এখনও চর্চায় রয়েছে। আপনি যদি নতুন বাইক কেনার প্ল্যান করে থাকেন তবে এই মডেলটির সম্পর্কে একবার বিবেচনা করে দেখতে পারেন।

Revolt RV400 EV: ফিচার্স

সবার প্রথমে আমরা এই ইলেকট্রিক বাইকটির ফিচার সম্বন্ধে কথা বলব। এই বাইকে তিনটি রাইডিং মোড রয়েছে, যথা :- ইকো, নরমাল ও স্পোর্ট। এছাড়া এই মডেলে এডজাস্টেবল মনোশক সাসপেনশন ও আপ সাইড ডাউন ফোর্ক দেওয়া হয়েছে। এই টু-হুইলারে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স টেকনোলজির ভরপুর ব্যবহার করেছে কোম্পানি। পাশাপাশি রয়েছে আধুনিক ফিচার্স। Revolt RV400 ইলেকট্রিক বাইকে রিমোট স্মার্ট সাপোর্ট, রিয়াল টাইম ইনফরমেশন, জিও ফেন্সিং, OTA আপডেট সাপোর্ট আর বাইক লোকেটারের মতো সুবিধা পেয়ে যাবেন।

Revolt RV400 EV: রেঞ্জ

কোম্পানি এই ইলেকট্রিক বাইকে 72 ভোল্ট, 3.24 কিলোওয়াট আওয়ার লিথিয়াম আয়ন ক্যাপাসিটির ব্যাটারি প্যাক ব্যবহার করেছে। যা একবার সম্পূর্ণ চার্জ হয়ে গেলে 150 কিলোমিটার মতো রেঞ্জ দিতে পারে। ব্যাটারি সম্পূর্ণ চার্জ হতে 4 ঘণ্টা মত সময় নেয়। এছাড়া Revolt RV400-এ 3 কিলোওয়াটের ইলেকট্রিক মোটর ব্যবহার করা হয়েছে। যার সাহায্যে প্রতি ঘণ্টায় 85 কিলোমিটার বেগে ছুটতে পারে।

Revolt RV400 EV: দাম

এই ইলেকট্রিক মোটরসাইকেলের এক্স শোরুম দাম 1 লাখ 24 হাজার 999 টাকা থেকে শুরু হয়েছে। এর অন রোড দাম 1 লাখ 35 হাজার 503 টাকা।