দেশে যে হারে ইলেকট্রিক যানবাহনের চাহিদা বাড়ছে, তা দেখে বিভিন্ন কোম্পানি এই সেগমেন্টে নিজেদের প্রোডাক্ট লঞ্চ করা শুরু করে দিয়েছে। ইলেকট্রিক গাড়ি, ইলেকট্রিক বাইক আর ইলেকট্রিক স্কুটারের পাশাপাশি এখন ট্রেন্ডে এসেছে ইলেকট্রিক সাইকেল। এই ধরনের টু-হুইলারের প্রতি মানুষের চাহিদা প্রতিদিন বেড়েই চলেছে। এবার এই সেগমেন্টে নিজেদের ইলেকট্রিক সাইকেল লঞ্চ করতে চলেছে কেটিএম।
টাটা মোটরস আর হিরো মোটকর্পের পর এবার পালা কেটিএম ইলেকট্রিক সাইকেলের। এই ইলেকট্রিক মডেলটি সিঙ্গেল চার্জে 100 কিলোমিটার পর্যন্ত রেঞ্জ দিতে সক্ষম। এছাড়া এতে রয়েছে এডভান্স ফিচারের সুবিধা। ইউএসবি চার্জিং সাপোর্ট পেয়ে যাবেন এতে। কত দাম জানেন?
KTM Electric Cycle: এডভান্স ফিচার্স
এই ইলেকট্রিক সাইকেলটি এখনও বাজারে আসেনি। তাই এই সম্পর্কে খুব একটা তথ্য জানা যায়নি। অনলাইন রিপোর্ট অনুযায়ী, এই ইলেকট্রিক সাইকেলের বিল্ড কোয়ালিটি খুব হাই। এছাড়া এতে শক্তিশালী পদার্থের ব্যবহার করা হয়েছে। এ কারণে আপনারা যেকোনো রাস্তায় এটি চালাতে পারবেন। ফিচারের কথা বলতে গেলে, কেটিএম ইলেকট্রিক সাইকেলে ইউএসবি চার্জিং পোর্ট, রাইডিং মোড, ডিস্ক ব্রেক, ডিজিটাল ডিসপ্লে, স্মার্ট ফোন কানেক্টিভিটি আর টিউবলেস টায়ারের সুবিধা রয়েছে।
KTM Electric Cycle: রেঞ্জ
এই আসন্ন ইলেকট্রিক সাইকেলে কোম্পানি বেশ বড় লিথিয়াম আয়ন ব্যাটারি প্যাকের ব্যবহার করেছে। যার সাথে রয়েছে শক্তিশালী ইলেকট্রিক মোটর। আপনাদের জানিয়ে রাখি, কেটিএম ইলেকট্রিক সাইকেলটি একবার সম্পূর্ণ চার্জ করলে 100 কিলোমিটার পর্যন্ত রেঞ্জ দিতে পারবে। আর শক্তিশালী মোটরের সাহায্যে বেশ দ্রুতগতিতে দৌড়াবে এটি।
KTM Electric Cycle: দাম
এডভান্স ফিচার আর শক্তিশালী ব্যাটারির পাশাপাশি এর দাম বেশ ভালই। সাধারণ মানুষের পক্ষে এই ইলেকট্রিক সাইকেলটির দাম অনেকটা বেশি মনে হতে পারে। কেটিএম ইলেকট্রিক সাইকেলের প্রারম্ভিক দাম 1.5 লাখ টাকা হতে পারে। যদিও এখনও পর্যন্ত কোম্পানির তরফ থেকে এই সম্পর্কে কোনও ঘোষণা করা হয়নি।