Bike Loan

New Nissan X-Trail: Creta-র দিনশেষ, এক দেখাতেই পছন্দ হয়ে যাবে! ঝড়ের গতিতে দৌড়বে, দামের তুলনায় ফিচার বেশি

Aindrila Dhani

Published on:

new-nissan-x-trail-creta-car-news

Nissan-এর সস্তা এবং সুন্দর এসইউভি Creta-র সিস্টেমকে এবার কাঁপিয়ে দেবে। আপনি যদি স্বল্প বাজেটে পরিবারের জন্য গাড়ি কেনার কথা ভেবে থাকেন, তাহলে আজকের প্রতিবেদন আপনার জন্য।‌ শক্তিশালী ইঞ্জিন সহ বাজারে এসেছে নতুন এসইউভি। এক দেখাতেই আপনাদের পছন্দ হয়ে যাবে।

   

আমরা কথা বলছি New Nissan X-Trail-এর সম্পর্কে। এই ফোর হুইলারের আধুনিক ফিচারের পাশাপাশি রয়েছে শক্তিশালী ইঞ্জিন। এই গাড়িতে ড্রাইভার ডিসপ্লে আর ফোন চার্জিংয়ের সুবিধা পেয়ে যাবেন। এই গাড়ি কিন্তু দুর্দান্ত মাইলেজ দিতে পারে। প্রতি ঘণ্টায় সর্বোচ্চ 170 কিলোমিটার বেগে দৌড়াতে সক্ষম এটি।

New Nissan X-Trail : ফিচার্স

সবার প্রথমে এই গাড়ির ফিচার্স সম্বন্ধে আমরা কথা বলব। আপনাদের জানিয়ে রাখি, এই ফোর হুইলারে 12.3 ইঞ্চির টাচ স্ক্রিন ইনফোটেইনমেন্ট সিস্টেম রয়েছে। এতে মনোরঞ্জনের জন্য অ্যান্ড্রয়েড অটো অ্যাপল কার প্লে-র সুবিধা রয়েছে। অটোমেটিক এসি, অটোমেটিক ক্লাইমেট কন্ট্রোল, 12.3 ইঞ্চির ড্রাইভার ডিসপ্লে, স্মার্ট ফোন কানেক্টিভিটি, 360 ডিগ্রি ক্যামেরা, প্যানারোমিক সানরুফ, পার্কিং সেন্সর, এলইডি ল্যাম্পের মতো ফিচার এই গাড়িতে রয়েছে।

New Nissan X-Trail : ইঞ্জিন

ইঞ্জিন সম্পর্কে কথা বলতে গেলে, জানিয়ে রাখি এই গাড়িতে আপনারা শক্তিশালী ইঞ্জিন পেয়ে যাবেন। এতে 1.5 লিটারের টার্বো চার্জড শক্তিশালী পেট্রোল ইঞ্জিন ব্যবহার করা হয়েছে। এটি মাইল্ড হাইব্রিড আর স্ট্রং হাইব্রিডের বিকল্প সহ পেয়ে যাবেন। এই ইঞ্জিন 204 Ps শক্তি ও 300 Nm টর্ক উৎপাদন করতে সক্ষম। প্রতি লিটার পেট্রোলে New Nissan X-Trail প্রায় 19 কিলোমিটার মাইলেজ দিতে পারে। প্রতি ঘণ্টায় সর্বোচ্চ 170 কিলোমিটার বেগে দৌড়াতে পারে এই গাড়ি।

New Nissan X-Trail : দাম

ভারতীয় বাজারে এই ফোর হুইলারের দাম 35 লাখ টাকা।