Hyundai Alcazar Facelift: হুন্ডাই একটি জনপ্রিয় ফোর হুইলার নির্মাতা কোম্পানি। এই কোম্পানি নিয়ে এসেছে Alcazar Facelift। আপনার যদি নতুন গাড়ি কেনার প্ল্যান থাকে, তাহলে এই প্রতিবেদনটি পড়তে পারেন।
গাড়ির প্রতি যুবকদের ভালোবাসা চোখে পড়ার মতো। আকর্ষণীয় ডিজাইন ও আধুনিক ফিচার সহ ভারতীয় বাজারে Hyundai Alcazar Facelift পেয়ে যাবেন। এই গাড়িতে 10.5 ইঞ্চির টাচ স্ক্রিন ডিসপ্লে রয়েছে। এছাড়া শক্তিশালী ইঞ্জিনের ব্যবহার করেছে কোম্পানি। পেট্রোল ও ডিজেল দুটো ভ্যারিয়েন্টেই উপলব্ধ এই গাড়ি। আবার ম্যানুয়াল ও অটোমেটিক ট্রান্সমিশনের বিকল্প পেয়ে যাবেন।
Hyundai Alcazar Facelift: ফিচার্স
এই ফোর হুইলারে কোম্পানি বেশ কিছু আধুনিক ফিচারের টিচারের ব্যবহার করেছে। এতে লাক্সারি ইন্টিরিয়ার পেয়ে যাবেন। Hyundai Alcazar Facelift-এ 10.5 ইঞ্চির টাচ স্ক্রিন ডিসপ্লে রয়েছে। এর সাথে ইনফোটেইনমেন্টের সুবিধা রয়েছে। এছাড়া ADAS রয়েছে এই গাড়িতে। এতে আপনারা প্যানেরোমিক সানরুফের মতো ফিচার পেয়ে যাবেন। এর পাশাপাশি ভেন্টিলেটেড সিট ও ডুয়েল জোন ক্লাইমেট কন্ট্রোলের মতো ফিচার রয়েছে।
Hyundai Alcazar Facelift: ইঞ্জিন
এতে দুটি ইঞ্জিনের বিকল্প রয়েছে। একটি হল 1.5 লিটারের টার্বো পেট্রোল ইঞ্জিন, যা 160 bhp শক্তি ও 253 Nm টর্ক উৎপাদন করতে পারে। আর দ্বিতীয়টি হল 1.5 লিটারেট ডিজেল ইঞ্জিন। পারফরম্যান্সের দিক থেকে এটিও বেশ ভালো। এই গাড়িতে ম্যানুয়াল ও অটোমেটিক ট্রান্সমিশনের বিকল্প পেয়ে যাবেন।
Hyundai Alcazar Facelift: দাম
কোম্পানি এই গাড়ির দাম সম্পর্কে কোন তথ্য সামনে আনেনি। তবে স্ট্যান্ডার্ড মডেলের তুলনায় এই গাড়ির দামে বেশ খানিকটা পরিবর্তন দেখতে পারবেন। Hyundai Alcazar Facelift ভারতে লঞ্চ হওয়ার পর Tata Safari-র সাথে প্রতিযোগিতা করতে পারে।