হোন্ডাইয়ের বেশ কিছু মডেল ইতিমধ্যে ভারতীয়দের মনের রাজত্ব করছে। তবে Hyundai Creta-র আলাদাই ব্যাপার। ভারতীয় অটোমোবাইল সেক্টরের অন্যতম জনপ্রিয় মডেল এটি। এতে আধুনিক ফিচারের পাশাপাশি রয়েছে শক্তিশালী ইঞ্জিন। তবে এর স্টাইলিশ লুক আপনাদের মন ভাল করে দেবে।
তবে সম্প্রতি Hyundai Creta-কে টক্কর দেওয়ার জন্য Honda ভারতীয় বাজারে নতুন এসইউভি পেশ করেছে। এই আসন্ন মডেলটির নাম Honda Elevate। এতে আপনারা মনোরঞ্জনের জন্য মিউজিক সিস্টেম পেয়ে যাবেন। এছাড়া সানরুফের মতো প্রিমিয়াম ফিচারও এতে যুক্ত করেছে কোম্পানি। এই ফোর হুইলারে ম্যানুয়াল ও অটোমেটিক ট্রান্সমিশনের বিকল্প পেয়ে যাবেন। দুর্দান্ত মাইলেজের কারণে আপনার পকেটের টাকা তুলনামূলক কম খরচ হবে। এর দাম কিন্তু খুব একটা বেশি নয়। বলা বাহুল্য এই সেক্টরের অন্যতম সস্তা মডেল হতে চলেছে এটি।
Honda Elevate: মাইলেজ
নতুন Honda Elevate-এ 1.5 লিটারের ন্যাচারালি অ্যাসপিরেটেড পেট্রোল ইঞ্জিনের ব্যবহার করা হয়েছে। এর সাথে আবার 6 স্পিড ম্যানুয়াল ট্রান্সমিশন ও 6 স্পিড অটোমেটিক ট্রান্সমিশনের বিকল্প রয়েছে। এই শক্তিশালী ইঞ্জিন মাইলেজের দিক থেকেও বেশ ভালো। ফলে পেট্রোলের পিছনে অতিরিক্ত খরচ আপনাদের করতে হবে না। এই গাড়ি ম্যানুয়াল ট্রান্সমিশনের সাহায্যে প্রতি লিটারে 17 কিলোমিটার মাইলেজ দিতে সক্ষম। এছাড়া অটোমেটিক ট্রান্সমিশনের সাহায্যে Honda Elevate প্রতি লিটারে 15 কিলোমিটার মাইলেজ দিতে পারে।
Honda Elevate: ফিচার্স
ফিচারের কথা বলতে গেলে, এই নতুন গাড়িতে 6টি এয়ার ব্যাগ, অ্যান্টি লক ব্রেকিং সিস্টেম, ইলেকট্রনিক্স ব্রেক ফোর্স ডিস্ট্রিবিউশন, টাচ স্ক্রিন ইনফোটেইনমেন্ট সিস্টেম, মিউজিক সিস্টেম, মাল্টি ফাঙ্কশনাল স্টিয়ারিং হুইল, পাওয়ার উইন্ডো, এসি ভেন্টস, হাইট এডজাস্টেবল ড্রাইভিং সিট আর প্যানেরোমিক সানরুফ রয়েছে।
Honda Elevate: দাম
এই এসইউভি-র দাম সম্পর্কে এবার কথা বলব। ভারতীয় বাজারে এই ফোর হুইলারের দাম 11 লাখ টাকার আশেপাশে। এটি আপনারা ফাইন্যান্স প্ল্যানের মাধ্যমে সহজে কিনতে পারবেন।