ভারতীয়দের কাছে টাটা গ্রুপের যেকোন কোম্পানি বিশ্বাসের অপর নাম। এইসব কোম্পানির মধ্যে থেকে অন্যতম হল টাটা মোটরস্। ভারতীয় বাজারে খুব শীঘ্রই এই কোম্পানি তাদের নতুন ইলেকট্রিক ফোর হুইলার লঞ্চ করতে চলেছে।
বর্তমান সময় দাঁড়িয়ে ইলেকট্রিক গাড়ির চাহিদা দ্রুত হারে বৃদ্ধি পাচ্ছে। আসলে পেট্রোল আর ডিজেলের ঊর্ধ্বমুখী দামের কারণে অনেকেই জ্বালানি তেলের গাড়ি কেনার সাহস পাচ্ছেন না। আর সমস্যা থাকলে সমাধান তো অবশ্যই থাকবে। সে কারণে বাজারে চলে এসেছে ইলেকট্রিক গাড়ি। ইতিমধ্যে টাটা মোটরস তাদের কয়েকটি গাড়ির ইলেকট্রিক ভ্যারিয়েন্ট লাঞ্চ করে ফেলেছে। এবার পালা Tata Curvv Electric-এর। এই গাড়িটির বুকিং শুরু হয়ে গেছে। আপনারা মাত্র 21 হাজার টাকার বিনিময়ে এই ইলেকট্রিক গাড়ি বুক করতে পারবেন।
Tata Curvv Electric: রেঞ্জ
টাটা মোটরসের এই ইলেকট্রিক ভ্যারিয়েন্টে কোম্পানি শক্তিশালী ব্যাটারি প্যাকের ব্যবহার করেছে। আপনাদের জানিয়ে রাখি, এই গাড়িতে রয়েছে 50 কিলোওয়াট থেকে 60 কিলোওয়াট ক্যাপাসিটির লিথিয়াম আয়ন ব্যাটারি প্যাক। কোম্পানি দাবি করেছে, এটি একবার সম্পূর্ণ চার্জ হলে 550 কিলোমিটার রেঞ্জ প্রদান করতে পারে। তবে বাস্তব জগতে, Tata Curvv Electric সিঙ্গেল চার্জে 430 কিলোমিটার থেকে 450 কিলোমিটার রেঞ্জ দিতে পারে।
Tata Curvv Electric: ফিচার্স
রেঞ্জের কথা বলতে গেলে, এই গাড়িতে আপনারা বেশ কিছু এডভান্স ফিচারের সুবিধা পেয়ে যাবেন। এই গাড়িতে 12.5 ইঞ্চির টাচ স্ক্রিন ইনফোটেইনমেন্ট সিস্টেম, 360 ডিগ্রী ক্যামেরা, স্মার্টফোন কানেক্টিভিটি সিস্টেম, ডিজিটাল ইন ড্রাইভার ডিসপ্লে, ওয়্যারলেস চার্জিং সাপোর্ট, প্যানোরেমিক সানরুফ ইত্যাদি রয়েছে।
Tata Curvv Electric: দাম
বর্তমানে আপনারা মাত্র 21 হাজার টাকা দিয়ে এই গাড়ির প্রি-বুকিং করতে পারবেন। তবে Tata Curvv Electric-এর দাম কিন্তু 20 লাখ টাকা। রিপোর্ট অনুযায়ী, টাটা মোটরসের এই ইলেকট্রিক গাড়িটি 2024 সালের 7ই আগস্ট থেকে গোটা দেশে ডেলিভারি হওয়া শুরু হয়ে যাবে। তারপর গোটা দেশে অফিসিয়ালি লঞ্চ করা হবে এই মডেলটি।