পেট্রোল আর ডিজেলের উর্ধ্বমুখী দামের কারণে গ্রাহক দীর্ঘ মাইলেজের গাড়ি কিনতে বেশি পছন্দ করছেন। ফলে জ্বালানি তেলের পেছনে বেশ খানিকটা টাকা সাশ্রয় করা যাবে। আপনিও যদি এমন কোন গাড়ির খোঁজে থাকেন, তাহলে নিশ্চিন্তে Maruti Suzuki Dzire নিতে পারেন।
এই গাড়ি প্রতি লিটারে 32 কিলোমিটার মাইলেজ দিতে পারে। এই গাড়িতে আপনারা আপডেটেড ও অ্যাডভান্স ফিচারের সুবিধা পেয়ে যাবেন। আপনি যদি 2024 সালে আপডেটেড কোন মডেল কিনতে চান, তাহলে Maruti Suzuki Dzire কিন্তু বেশ ভালো একটি বিকল্প। এটি নতুন যুগের গাড়ি। ভালো মাইলেজের পাশাপাশি এর বডি ডিজাইন কিন্তু বেশ আকর্ষণীয়। এছাড়া আধুনিক ফিচার্স তো রয়েছেই। কোম্পানির এই মডেল সিএনজি ও পেট্রোল ভ্যারিয়েন্টে লঞ্চ করেছে।
Maruti Suzuki Dzire: ডাইমেনশন
এই গাড়ির দৈর্ঘ্য 3995 মিলিমিটার, প্রস্থ 1735 মিলিমিটার ও উচ্চতা 1515 মিলিমিটার। এই মডেলের হুইল বেস 2450 মিলিমিটার। এছাড়া এই গাড়িতে 378 লিটারের বুট স্পেস রয়েছে।
Maruti Suzuki Dzire: ইঞ্জিন
মারুতির এই মডেলটির ইঞ্জিন সম্বন্ধে কথা বলতে গেলে, Maruti Suzuki Dzire-এ 1.2 লিটারের 3 সিলিন্ডার জেড সিরিজ পেট্রোল ইঞ্জিন পেয়ে যাবেন। যা 82 bhp শক্তি ও 108 Nm টর্ক উৎপাদন করতে সক্ষম। এছাড়া এই গাড়ির শক্তিশালী ইঞ্জিনের সাথে 5 স্পিড ম্যানুয়াল ও 5 স্পিড অটোমেটিক গিয়ার বক্সের বিকল্প রয়েছে।
Maruti Suzuki Dzire মডেলের মাইলেজ
মাইলেজের কথা বলতে গেলে, Maruti Suzuki Dzire আপনাদের বেশ খানিকটা টাকা সাবস্ক্রাই করবেন। পেট্রোল ভ্যারিয়েন্টে প্রতি লিটারে 18 কিলোমিটার মাইলেজ দিতে পারে এই গাড়ি। আর সিএনজি ভ্যারিয়েন্ট প্রতি কেজিতে 32 কিলোমিটার মাইলেজ দেয়।
Maruti Suzuki Dzire: ফিচার্স
এতে আপনারা 9.0 ইঞ্চির টাচ স্ক্রিন ইনফোটেইনমেন্ট সিস্টেম, ওয়ারলেস অ্যান্ড্রয়েড অটো, অ্যাপেল কার প্লে, মাল্টি ফাংশন স্পিয়ারিং হুইল, ক্রুজ কন্ট্রোল ইত্যাদি পেয়ে যাবেন। এছাড়া এই গাড়িতে রয়েছে সেমি ডিজিটাল ইন্সট্রুমেন্ট কনসোল, কীলেস এন্ট্রি, অটোমেটিক এয়ার কন্ডিশনার আর 360 ডিগ্রী ক্যামেরা।
Maruti Suzuki Dzire: দাম
দামের কথা বলতে গেলে, Maruti Suzuki Dzire-এর দাম শুরু হয়েছে 7 লাখ টাকা থেকে। তবে এর টপ ভার্সনের দাম 10 লাখ টাকা।