TVS Raider 125: ভারতীয় বাজারে বিভিন্ন সেগমেন্টের বাইক উপস্থিত রয়েছে। কিন্তু বর্তমানে 125cc ইঞ্জিন যুক্ত বাইকের চাহিদা অনেকটাই বেশি। বিশেষ করে পূর্ব ভারতে হু হু করে বিক্রি হচ্ছে এই সেগমেন্টের বাইক। আপনিও কি চাইছেন এমন কোনও বাইক কিনতে? তাহলে আজকের প্রতিবেদন আপনার জন্য।
টিভিএস একটি জনপ্রিয় টু হুইলার ম্যানুফ্যাকচারিং কোম্পানি। এবার দুর্দান্ত ফিচার্স সহ এই কোম্পানি ভারতীয় বাজারে এনেছে আকর্ষণীয় একটি মডেল। আমরা কথা বলছি TVS Raider 125-এর সম্পর্কে। এতে আধুনিক টেকনোলজির ভরপুর ব্যবহার করা হয়েছে। এটি আপনি সহজেই ব্যবহার করতে পারবেন। আপনি যদি টিভিএস রাইডারের ফ্যান হয়ে থাকেন তাহলে বাজেট ফ্রেন্ডলি এই মডেলটি কিনে নিতেই পারেন।
TVS Raider 125: ফিচার্স
সবার প্রথমে আমরা এই বাইকের ফিচার্স সম্বন্ধে আলোচনা করব। এই বাইকে এলসিডি ডিসপ্লে রয়েছে। এতে আপনি ডিজিটাল স্পিডোমিটার, ডিজিটাল ট্রিপ মিটার, ইউএসবি চার্জিং সাপোর্ট, কল অ্যালার্ট, এসএমএস এলার্ট, ব্লুটুথ কানেক্টিভিটি সিস্টেম, মিউজিক কন্ট্রোল, নেভিগেশন সিস্টেম ইত্যাদির সুবিধা পেয়ে যাবেন। এইসব সুবিধার পাশাপাশি TVS Raider 125-এ এলইডি হেডলাইট, এলইডি টেইল লাইট, টার্ন সিগনাল ল্যাম্প, স্প্লিট সিট, টেলিস্কোপিক সাসপেনশন আর ডিস্ক ব্রেক রয়েছে।
TVS Raider 125: ইঞ্জিন
এবার ইঞ্জিন নিয়ে কথা বলা যাক। TVS Raider 125-এ 124cc-র লিকুইড কুল্ড শক্তিশালী পেট্রোল ইঞ্জিনের ব্যবহার করেছে কোম্পানি। এই ইঞ্জিন 11.38 Ps শক্তি ও 11.2 Nm টর্ক উৎপাদন করতে পারে। এই বাইকে 11 লিটারের ফিউল ট্যাংক ক্যাপাসিটি রয়েছে। মাইলেজের কথা বলতে গেলে, প্রতি লিটার পেট্রোলে এই বাইক 71 কিলোমিটার মত মাইলেজ দিতে পারে। আপনি যদি ভালো মাইলেজ ও শক্তিশালী ইঞ্জিন সহ নতুন বাইকের খোজে থাকেন, তবে TVS Raider 125 সম্পর্কে বিবেচনা করতে পারেন।
TVS Raider 125: দাম
এই স্পোর্টি ডিজাইনের কমিউটার বাইকের এক্স শোরুম দাম 99 হাজার 509 টাকা। আপনারা 11 হাজার টাকা ডাউন পেমেন্ট করলে এটি বাড়িতে আনতে পারবেন। তবে সেক্ষেত্রে 3 বছরের জন্য 9.7 শতাংশ সুদের হারে প্রতি মাসে 3 হাজার 197 টাকা করে EMI দিতে হবে।