Bike Loan

Kawasaki W2: ধুন্ধুমার কান্ড, বাইকারদের হৃদয়ে ঝড় তুলে বাজারে এলো নতুন বাইক! চোখ ধাঁধানো লুক সহ ভরপুর ফিচার

Aindrila Dhani

Published on:

kawasaki-w2-bike-review

কাওয়াসাকি আধুনিক স্পেসিফিকেশন সহ টু হুইলার সেগমেন্টে গ্রাহকদের জন্য নতুন বাইক লঞ্চ করতে চলেছে। ইতিমধ্যে ভারতীয় বাজারে এই বাইক আনার প্রস্তুতি নিয়ে ফেলেছে কোম্পানি। কাওয়াসাকির এই আসন্ন বাইকে দুর্দান্ত ফিচার্স ও শক্তিশালী ইঞ্জিনের মেলবন্ধন দেখা যাবে।

   

আপনি যদি নতুন বাইক কেনার প্ল্যান করে থাকেন, তবে আর কিছুদিন অপেক্ষা করে যান। কারণ কাওয়াসাকি 2024 সালেই আনতে চলেছে তাদের নতুন দুর্ধর্ষ মডেল। এই বাইক হারিয়ে দেবে বুলেটকেও। আমরা কথা বলছি Kawasaki W230-র সম্পর্কে। এই বাইকে ডুয়েল চ্যানেল ABS-এর সুবিধা মিলবে। এছাড়া পেয়ে যাবেন 5 স্পিড গিয়ার বক্সের সুবিধা।

Kawasaki W230: ইঞ্জিন

Kawasaki W230-র ইঞ্জিন সম্পর্কে কথা বলতে গেলে, এই বাইকে আপনার আর বেশ ভালো ও শক্তিশালী ইঞ্জিন পেয়ে যাবেন। এই বাইকে 233cc-র শক্তিশালী ইঞ্জিনের ব্যবহার করেছে কোম্পানি। এর সাথে থাকবে 5 স্পিড গিয়ার বক্স।

Kawasaki W230: ফিচার্স

ফিচার্সের কথা বলতে গেলে, Kawasaki W230-তে বেশ কিছু আধুনিক ফিচারের সুবিধা পেয়ে যাবেন। রিপোর্ট অনুযায়ী কাওয়াসাকি এই বাইকে বেশ আকর্ষণীয় ডিজাইন রাখবে। সুরক্ষার জন্য এই বাইকে ডুয়াল চ্যানেল ABS পেয়ে যাবেন। ফিচারের দিক থেকে এই বাইকটি রয়েল এনফিল্ড 350-কে টক্কর দেবে। এছাড়া এতে বেশ নজরকাড়া রঙের বিকল্প পেয়ে যাবেন।

Kawasaki W230: দাম

কাওয়াসাকি তাদের এই মডেলটির সম্পর্কে তেমন কোন তথ্য সামনে আনেনি। তবে অনলাইন রিপোর্ট অনুযায়ী, ভারতীয় বাজারে Kawasaki W230 মডেলটি 1.22 লাখ টাকায় লঞ্চ করা হতে পারে। এই বাইকটি 2024 সালের শেষদিক থেকে 2025 সালের প্রথম দিকের মধ্যে লঞ্চ হতে পারে।