Bike Loan

Hero Splendor Plus: গরিবের মনপসন্দ হিরো নতুন রুপে! লাগবে না মোটা টাকা, মাসে মাসে কিস্তি মাত্র 2 হাজার টাকা

Aindrila Dhani

Published on:

hero-splendor-plus-emi-details

এখন মোটরসাইকেল ছেলে থেকে মেয়ে লিঙ্গ নির্বিশেষে অনেকেই চালায়। গত কয়েক বছরে মোটরসাইকেলের চাহিদা অনেকটাই বেড়ে গেছে। গ্রাহকদের চাহিদার কথা মাথায় রেখে নিত্যনতুন মোটরসাইকেল লঞ্চ করে চলেছে বিখ্যাত মোটরসাইকেল ম্যানুফ্যাকচারিং সংস্থাগুলি। এই বছরও তাঁর অন্যথা হয়নি। নতুন বছরে লঞ্চ হয়েছে একাধিক মডেল।

   

ভারতীয় বাজারে সবচেয়ে বেশি বিক্রি হওয়া টু-হুইলার হল Hero Splendor Plus। ভালো মাইলেজ, দুর্দান্ত চেহারা এবং কম দামের কারণে আজ এটি বাজারের সবচেয়ে জনপ্রিয় মোটরসাইকেলগুলির মধ্যে অন্যতম। আপনি যদি এই বাইকটি কিনতে চান তবে আজকের প্রতিবেদনটি পড়ে দেখুন। আপনার বাজেট কম থাকলেও সমস্যা হবে না। আপনি এটি মাত্র 9 হাজার 160 টাকা খরচ করে কিনতে পারবেন।

Hero Splendor Plus: ফিচার্স

এই বাইকে আপনারা ট্রিপ মিটার, ডিজিটাল স্পিডোমিটার, ডিজিটাল ওডোমিটার, কল ও এসএমএস এলার্ট, ব্লুটুথ কানেক্টিভিটি, ফিউল ইন্ডিকেটর, রিয়েল টাইম মাইলেজ ইন্ডিকেটর, সম্পূর্ণ ডিজিটাল ইন্সট্রুমেন্ট ক্লাস্টার, এলইডি হেডলাইট ইত্যাদির সুবিধা পেয়ে যাবেন।

Hero Splendor Plus: মাইলেজ

এতে আপনারা শক্তিশালী ইঞ্জিন পাবেন। কোম্পানি এই বাইকে 97.02সিসির এয়ার কুল্ড শক্তিশালী পেট্রোল ইঞ্জিন ব্যবহার করেছে। যা 8.02 Ps শক্তি ও 8.05 Nm টর্ক উৎপাদন করে। এছাড়া মাইলেজের দিক থেকেও হিরো মোটকর্পের এই জনপ্রিয় বাইকটি বেশ ভালো পরিষেবা দেয়। প্রতি লিটার পেট্রোলে 65 কিলোমিটার মাইলেজ দিতে সক্ষম এটি।

কীভাবে 9 হাজার টাকায় Hero Splendor Plus কিনবেন?

দামের কথা বলতে গেলে, এই বাইকটি ভারতীয় বাজারে আপনারা 80 হাজার টাকার আশেপাশে পেয়ে যাবেন। তবে এত টাকা দিয়ে না কিনে ফিনান্স প্ল্যানের সাহায্য নিতে পারেন। সেক্ষেত্রে 9 হাজার 160 টাকা ডাউন পেমেন্ট করলে 9.7 শতাংশ সুদের হারে 3 বছরের জন্য প্রতি মাসে 2 হাজার 637 টাকা করে কিস্তি জমা করতে হবে।