2024 Honda CB125R: হোন্ডা একটি বিখ্যাত টু-হুইলার ম্যানুফ্যাকচারিং কোম্পানি। ভারতে এই ধরনের বেশ কিছু কোম্পানি রয়েছে। তবে মধ্যবিত্ত গ্রাহকরা হোন্ডার গাড়ি কিনতেই পছন্দ করেন। বছরের পর বছর ধরে এই কোম্পানি ভালো পরিষেবা দিয়ে আসছে।
2024 Honda CB125R-এ 4 ভালভের শক্তিশালী ইঞ্জিন ব্যবহার করা হয়েছে। এছাড়া এতে রয়েছে ডুয়াল চ্যানেল ABS। এটি এন্ট্রি লেভেল A1 কমপ্লেন্ট মোটরসাইকেল। KTM 125 Duke-কে হোন্ডার এই বাইকটি টক্কর দিতে সক্ষম।
2024 Honda CB125R: ইঞ্জিন
2024 Honda CB125R-এ 4 ভালভের DOHC শক্তিশালী ইঞ্জিন ব্যবহার করা হয়েছে। যা 10,000 rpm-এ 14.75 হর্স পাওয়ার ও 8,000 rpm-এ 11.6 নিউটন মিটার টর্ক উৎপাদন করতে সক্ষম। এই বাইকে ফিউল ইঞ্জেক্টটেড টেকনোলজির ব্যবহার করা হয়েছে। এছাড়া এতে রয়েছে লোয়ার এক্সজস্ট ইউনিট। এই ইঞ্জিনের সাথে 6 স্পিড গিয়ার বক্স যুক্ত রয়েছে।
2024 Honda CB125R: ফিচার্স
এই বাইকে একাধিক রঙের বিকল্প পেয়ে যাবেন। এছাড়া যুক্ত করা হয়েছে নতুন 5 ইঞ্চির টিএফটি ডিসপ্লে। এতে আপনারা ট্যাকোমিটার, স্পিডোমিটার আর ফিউল গেজের সুবিধা পেয়ে যাবেন।
2024 Honda CB125R: সেফটি ফিচার্স
হোন্ডার এই বাইকে 41 মিলিমিটারের পিস্টন ক্যালিপার ফ্রন্ট ফোর্ক ও মোনোশক রেয়ার সাসপেনশন রয়েছে। এছাড়া সামনের দিকে রেডিয়াল ডিস্ক ব্রেক ও পিছনের দিকে সিঙ্গেল পিস্টন ক্যালিপার ডিস্ক ব্রেকের ব্যবহার করা হয়েছে। এছাড়া সুরক্ষার জন্য ডুয়েল চ্যানেল ABS পেয়ে যাবেন। এই বাইক প্রতি ঘণ্টায় 105 কিলোমিটার বেগে ছুটতে পারে।
2024 Honda CB125R : দাম
রিপোর্ট অনুযায়ী, 2024 Honda CB125R-এর এক্স শোরুম দাম 1 লাখ 10 হাজার টাকা। তবে আপাতত কোম্পানির এই বাইক ভারতে লঞ্চ করার কোন প্ল্যান নেই।