Bike Loan

Hyundai Creta EV: প্রথম দেখাতেই প্রেমে পড়ে যাবেন! একবার ফুল চার্জে ছুটবে 500 কিমি, ফিচারও ফাটাফাটি

Aindrila Dhani

Published on:

hyundai-creta-ev-features-mileage-price

Hyundai Creta EV : ভারতে Hyundai-এর গাড়ি অনেক পছন্দ করা হয়। Hyundai Creta-র ফেসলিফ্ট মডেলটি এই বছরের জানুয়ারিতে লঞ্চ করা হয়েছিল, যা গ্রাহকদের কাছেও খুব পছন্দের। Hyundai এখন Creta-র ইলেকট্রিক মডেলের ওপর কাজ করছে। এটি শীঘ্রই ভারতীয় এবং বিশ্ব বাজারে পেশ করা হবে।

   

বর্তমান সময়ে ইলেকট্রিক গাড়ি চাহিদা দ্রুতহারে বৃদ্ধি পেয়ে চলেছে। সেই কারণে বিভিন্ন বিখ্যাত কোম্পানি তাদের বর্তমান মডেলগুলির ইলেকট্রিক ভ্যারিয়েন্ট লঞ্চ করার প্রস্তুতি নিচ্ছে। এই তালিকাতে টাটা মোটরসের পর নাম লেখালো Hyundai। Hyundai Creta ইলেকট্রিক গাড়িকে সম্প্রতি টেস্টিং করতে দেখা গেছে। স্পাই শট থেকে এই গাড়ির ইন্টিরিয়ার ডিজাইন খানিকটা জানা গেছে।

Hyundai Creta EV: এক্সটেরিয়র ডিজাইন

Hyundai Creta ইলেকট্রিক মডেলের ডিজাইন এবং বাহ্যিক অংশ সাধারণ Creta-র মতোই দেখাচ্ছে। কিন্তু এর কিছু ডিজাইন এবং ফিচার স্ট্যান্ডার্ড Creta-র থেকে খানিকটা আলাদা রাখা হবে। এই গাড়িতে ফ্রন্ট ক্যামেরা সহ একটি ফাঁকা অফ গ্রিল পেয়ে যাবেন। নতুন ডিজাইনের ফ্রন্ট গ্রিল সহ পিছনে বাম্পার থাকবে। এতে নতুন অ্যারো প্যাটার্ন যুক্ত অ্যালয় হুইল অন্তর্ভুক্ত করা হয়েছে। গাড়িটির সামনের দিকে চার্জিং ফ্ল্যাপ লাগানো হয়েছে।

Hyundai Creta EV: ইন্টেরিয়র ডিজাইন

Hyundai Creta ইলেকট্রিক মডেলের ইন্টেরিয়র সম্পর্কে কিছু তথ্য প্রকাশ করা হয়েছে। ইনফোটেইনমেন্ট এবং ইন্সট্রুমেন্ট ক্লাস্টার সাপোর্টের জন্য এই ইলেকট্রিক গাড়ির কেবিনে টুইন ডিসপ্লে ইউনিট দেওয়া হয়েছে। গাড়ির স্টিয়ারিং হুইলে থাকবে নতুন স্টাইলের লোগো। ড্রাইভ মোড চালককে স্টিয়ারিং কলামে মাউন্ট করতে হবে।

Hyundai Creta EV: রেঞ্জ

Hyundai Creta Electric-এ 40 কিলোওয়াট আওয়ার থেকে 50 কিলোওয়াট আওয়ার ক্যাপাসিটির একটি বড় ব্যাটারি প্যাক থাকবে। যার সাহায্যে এটি 500 কিলোমিটার পর্যন্ত রেঞ্জ দিতে সক্ষম হবে।

Hyundai Creta EV: দাম

এই ইলেকট্রিক SUV-র এক্স শোরুম দাম 22 লক্ষ টাকা থেকে 26 লক্ষ টাকা হতে পারে বলে আশা করা হচ্ছে। ভারতে লঞ্চ হওয়ার পর এই গাড়িটি Tata Nexon EV, Mahindra XUV400 এবং MG ZS EV-এর মতো ইলেকট্রিক গাড়ির সঙ্গে প্রতিযোগিতা করবে।