Stryder Bikes 50% Discount: বর্তমান সময়ে বেশ কিছু কোম্পানি ইলেকট্রিক সাইকেল লঞ্চ করেছে। এর সাহায্যে আপনারা বেশ অনেকখানি পথ নিশ্চিন্তে যেতে পারবেন। যতক্ষণ ব্যাটারিতে চার্জ থাকবে প্যাডেল করার চাপ নিতে হবে না আপনাদের। আর এখন যে সমস্ত ইলেকট্রিক সাইকেল বাজারে আসছে সেগুলির রেঞ্জ খুবই ভালো। তাই নিশ্চিন্তে আপনারা নিজেদের গন্তব্যে পৌঁছে দিতে পারবেন। যাঁদের পক্ষে বাইক বা স্কুটার কেনা সম্ভব নয়, আবার দৈনন্দিন যাতায়াতের জন্য যানবাহনের প্রয়োজন তাঁরা অল্প দামে ইলেকট্রিক স্কুটার কিনতে পারেন।
বর্তমানে বাজারে অনেক কোম্পানির ইলেকট্রিক সাইকেল উপলব্ধ রয়েছে। আপনি যদি নিজের জন্য একটি শক্তিশালী, টেকসই এবং উচ্চ রেঞ্জের ইলেকট্রিক সাইকেলে্য খোঁজে থাকেন, তাহলে Tata-র Stryder Bikes এই সময়ে আপনার জন্য সেরা বিকল্প হতে পারে। বিশেষ বিষয় হল এই ইলেকট্রিক সাইকেলগুলিতে 20% থেকে 50% পর্যন্ত ছাড় দিচ্ছে কোম্পানি।
Stryder Bikes ETB 100: রেঞ্জ
এই ইলেকট্রিক সাইকেলটি Tata-র নিজস্ব ব্র্যান্ড Stryder Bikes-এর Stryder Bikes ETB 100। এই মডেলগুলিতে 10Ah ক্ষমতার লিথিয়াম আয়ন অপসারণযোগ্য ব্যাটারি প্যাক ব্যবহার করা হয়েছে। যা মাত্র 1 ঘণ্টায় সম্পূর্ণ চার্জ হয়ে যায়। একবার সম্পূর্ণ চার্জ হয়ে গেলে ইলেকট্রিক সাইকেলটি 100 থেকে 150 কিলোমিটার রেঞ্জ দিতে সক্ষম।
Stryder Bikes ETB 100: গতিবেগ
বড় ব্যাটারি প্যাক ছাড়াও এই ইলেকট্রিক সাইকেলটিতে রয়েছে শক্তিশালী মোটর। কোম্পানি এতে 250 ওয়াটের একটি BLDC ইলেকট্রিক মোটরের ব্যবহার করেছে। যার কারণে এই ইলেকট্রিক সাইকেলটি প্রতি ঘণ্টায় 25 কিলোমিটার বেগে ছুটতে সক্ষম। এছাড়াও এই ইলেকট্রিক সাইকেলে পাঁচটি ভিন্ন রাইডিং মোড দেওয়া হয়েছে।
Stryder Bikes ETB 100: ফিচার্স
150 কিলোমিটার রেঞ্জ ছাড়াও, এই বৈদ্যুতিক সাইকেলটিতে কোম্পানির পক্ষ থেকে অনেক উন্নত ফিচার্স দেওয়া হয়েছে। এতে আপনারা টিউবলেস টায়ারের নতুন লাইন দেখতে পাবেন। এছাড়াও হেডলাইট, হর্ন, ইউএসবি চার্জিং পোর্ট, এলইডি ডিসপ্লে ইত্যাদির মতো অনেক দুর্দান্ত ফিচার্স এতে দেওয়া হয়েছে।
Stryder Bikes ETB 100: দাম
দামের কথা বললে, আজ যদি আপনি ভারতীয় বাজার থেকে Stryder Bikes ETB 100 ইলেকট্রিক সাইকেল কিনতে যান, তাহলে এতে 20% থেকে 50% ছাড় পেতে পারেন। এই ইলেকট্রিক সাইকেলটির দাম 38,000 টাকা। তবে ছাড়ের পরে, আপনি এটি 19,000 টাকা থেকে 25,000 টাকার মধ্যে কিনতে পারবেন।