Bike Loan

TVS Ronin: মারকাটারি লুকে ফিদা যুবকরা! চোখ ধাঁধাতে আসছে টিভিএস, সবথেকে কম সুদে পছন্দের বাইক

Aindrila Dhani

Published on:

tvs-ronin-price-features

TVS Ronin EMI: ভারতীয় বাজারে দুর্দান্ত ও আকর্ষণীয় বাইক লঞ্চ করে থাকে TVS Motors। এবার কোম্পানিটি এমন একটি মডেল ভারতে নিয়ে এসেছে, যা ছেলেদের হেব্বি পছন্দ হবে। এই মডেলটির নাম TVS Ronin। মারকাটারি লুকের জন্য এই বাইক এখন থেকেই চর্চায় উঠে এসেছে।

   

TVS Ronin-এ 225cc-র ইঞ্জিন ব্যবহার করেছে কোম্পানি। এই বাইক দীর্ঘ মাইলেজ প্রদান করতে পারে। এই বাইকটি ভারতীয় মার্কেটে চারটি ভ্যারিয়েন্ট সহ লঞ্চ হয়েছে। এতে আপনারা একাধিক রংয়ের বিকল্প পেয়ে যাবেন। এই বাইকটি 6ই জুলাই, 2022-এ ভারতে লঞ্চ হয়েছিল। আপনারা যদি কম কিস্তিতে TVS Ronin কেনার প্ল্যান করে থাকেন, তাহলে আজকের প্রতিবেদনটি আপনার জন্য।

TVS Ronin: ইঞ্জিন

সবার প্রথমে আমরা এই বাইকটির ইঞ্জিন সম্পর্কে কথা বলব। এই বাইকে 225.9cc-র অয়েল কুল্ড, সিঙ্গেল সিলিন্ডার, 4 স্ট্রোক পেট্রোল ইঞ্জিন ব্যবহার করা হয়েছে। যা 20.4 Ps শক্তি ও 19.93 Nm টর্ক উৎপাদন করতে সক্ষম। এই ইঞ্জিনের সাথে 4 স্পিড গিয়ার বক্স রয়েছে। এই বাইকে 14 লিটারের ফিউল ট্যাঙ্ক ক্যাপাসিটি রয়েছে।

TVS Ronin: ফিচার্স

এতে 41 মিলিমিটারের আপ সাইড ডাউন ফ্রন্ট ফোর্ক আর 7 স্টেপ এডজাস্টেবল প্রিলোড মনোশক রেয়ার সাসপেনশন রয়েছে। এছাড়া সুরক্ষার দিকে তাকিয়ে বাইকটির সামনের দিকে 300 মিলিমিটারের ডিস্ক ব্রেক আর পিছনের দিকে 240 মিলিমিটারের ডিস্ক ব্রেক ব্যবহার করেছে কোম্পানি। এই বাইকে আপনি স্মার্ট ফোন কানেক্টিভিটি, ব্লুটুথ কানেক্টিভিটি, ডিজিটাল ইন্সট্রুমেন্ট ক্লাস্টার, সাইড স্ট্যান্ড ইন্ডিকেটর, 9 স্পোক অ্যালয় হুইল, কাস্টম এক্সজস্ট পেয়ে যাবেন। এছাড়া আপনার সুবিধার জন্য কোম্পানি সম্পূর্ণ এলইডি টেইল ল্যাম্প, গ্লাইড থ্রু টেকনোলজি, গিয়ার শিফ্ট ইন্ডিকেটর, স্লিপ ও অ্যাসিস্ট ক্লাচ ইত্যাদি যুক্ত করেছে। এই বাইকে তিনটি রাইডিং মোড রয়েছে- রেইন, রোড, আরবান।

TVS Ronin: দাম

এই বাইকটির এক্স শোরুম দাম 1.49 লাখ টাকা থেকে 1.69 লাখ টাকার মধ্যে। এতে তিনটি ভ্যারিয়েন্ট উপলব্ধ রয়েছে- সিঙ্গেল টোন সিঙ্গেল চ্যানেল, ডুয়াল টোন ডুয়েল চ্যানেল, ট্রিপিল টোন ডুয়েল চ্যানেল। TVS Ronin ভারতে স্টার ভ্যারিয়েন্ট সহ লঞ্চ করা হয়েছে। এর এক্স শোরুম দাম 1 লাখ 76 হাজার 774 টাকা থেকে শুরু হয়েছে। তবে আপনারা এটি কিস্তিতেও কিনতে পারবেন। সেক্ষেত্রে আপনাদের 13 হাজার টাকা ডাউন পেমেন্ট করতে হবে। আর বাকি টাকা 3 বছরের জন্য 9.7 শতাংশ সুদের হারে শোধ করতে হবে। আপনাদের প্রতি মাসে 5 হাজার 119 টাকা করে EMI জমা করতে হবে।