Bike Loan

New Hydrogen Scooter: পেট্রল বা ব্যাটারি নয়, চলবে জলে! এক লিটার জলে দৌড়বে 150 কিমি, না না স্বপ্ন নয় সত্যি

Aindrila Dhani

Published on:

new-hydrogen-scooter-2024

New Hydrogen Scooter : অনেক তো পেট্রোল চালিত স্কুটার দেখলেন। এবার পেট্রোলের ঊর্ধ্বমুখী দামের হাত থেকে বাঁচাতে চলে এসেছেন নতুন ধরনের মডেল। এটি কিন্তু ইলেকট্রিকেও চলবে না। অর্থাৎ এই নতুন স্কুটারটি ব্যাটারি চালিত নয়। ফলে দীর্ঘক্ষন চার্জ হওয়ার জন্য আপনাদের অপেক্ষা করতে হবে না।

   

দুর্দান্ত মাইলেজ আর আকর্ষণীয় লুক নিয়ে চলে এসেছে নতুন হাইড্রোজেন স্কুটার। এই টু হুইলারে পেট্রোলের বদলে ব্যবহার করতে হবে জল। হ্যাঁ ঠিক পড়লেন, এখন থেকে জলের সাহায্যে চলবে স্কুটার। আপনাদের RTO-র জন্য কোন অতিরিক্ত টাকা খরচ করতে হবে না। এখন শুধু যুবক-যুবতী ও বয়স্করাই স্কুটার চালাবে না, এবার থেকে বাচ্চারাও চালাতে পারবে স্কুটার। এই মডেলটি বিশেষ করে বাচ্চাদের জন্যই ডিজাইন করা হয়েছে।

New Hydrogen Scooter-এর ডিজাইন

সাদা রংয়ের এই হাইড্রোজেন স্কুটারের সামনে সাইকেলের মতো ঝুড়ি রয়েছে। ফলে নিজেদের স্কুল ব্যাগ থেকে শুরু করে ছোটখাটো জিনিস এতে রাখা যাবে। রাতের অন্ধকারে ড্রাইভ করার জন্য ছোট হেডলাইট দিয়েছে কোম্পানি। এই স্কুটারটি সাদা ও কালোর কম্বিনেশনের ডিজাইন করা হয়েছে। এই স্কুটারটির সিট ও হ্যান্ডেল বার কালো রঙের মধ্যে রাখা হয়েছে। এর দুটি চাকায় কালো রংয়ের।

New Hydrogen Scooter-এর বিশেষত্ব

এই স্কুটারের সিটের তলায় রয়েছে ট্যাংক, এতে এক লিটার ডিস্টিল ওয়াটার ব্যবহার করলেই হবে। এই স্কুটারের সিটের তলায় একটি মেশিন রয়েছে, যা হাইড্রোজেন আর অক্সিজেন আলাদা করে দেয়। আর এর সাহায্যেই চলবে স্কুটারটি। আপনাদের আরো একবার জানিয়ে রাখি এই স্কুটার কিন্তু ছোটদের জন্যই বিশেষভাবে ডিজাইন করা হয়েছে। ফলে খুব বেশি জায়গা লাগবে না এটি পার্ক করতে। এতে প্যাডেলের সুবিধা রয়েছে। অর্থাৎ জল শেষ হয়ে গেলেও আপনারা প্যাডেল করে বেশ খানিকটা রাস্তা যেতে পারবেন।

New Hydrogen Scooter-এর রেঞ্জ

এক লিটার জলে 150 কিলোমিটার রেঞ্জ দেওয়ার ক্ষমতা রয়েছে এই স্কুটারটির। 30 ড্রাম হাইড্রোজেনে এটি 55 কিলোমিটার পথ যেতে পারবে। সর্বোচ্চ গতিবেগের কথা বলতে গেলে, প্রতি ঘণ্টায় 25 কিলোমিটার বেগে যেতে পারে। এটি Joy e-bike-এর নতুন মডেল। ইতিমধ্যে ভারতে চলে এসেছে এই স্কুটার। খুব শীঘ্রই এটি পাওয়া যাবে। এর দাম সম্পর্কে তেমন কোন তথ্য আমাদের কাছে নেই।