Bike Loan

Mahindra XUV 300: যুবকদের প্রথম পছন্দ, সস্তায় জম্পেস গাড়ি মাহিন্দ্রার! লুক দেখলেই হবেন ফিদা, মিস করলেই বড় লস

Aindrila Dhani

Published on:

mahindra-xuv-300-features

আপনি কি নিজের প্রথম গাড়ি কিনতে চলেছেন? কিন্তু বুঝতে পারছেন না কোন্ মডেলটি উপযুক্ত হবে? তাহলে আজকের প্রতিবেদন আপনার জন্য কার্যকরী হতে চলেছে। ভারতে আপনারা বিভিন্ন বাজেটের ফোর হুইলার পেয়ে যাবেন। নিজের প্রথম গাড়িই সকলেই সস্তায় ভালো কোয়ালিটির চেয়ে থাকেন। আজকে আমরা যে মডেলটির সম্পর্কে বলব, তা যেমন সস্তা ঠিক তেমনভাবে এর মাইলেজ বেশ ভালো।

   

আজকের প্রতিবেদনে আমরা কথা বলতে চলেছি Mahindra XUV 300-এর সম্পর্কে। সম্প্রতি কোম্পানি এই মডেলটি ভারতে লঞ্চ করেছে। এই গাড়িতে শক্তিশালী ইঞ্জিন ও নতুন ফিচার্স পেয়ে যাবেন। এতে 5 জন মানুষ বেশ ভালোভাবে বুঝতে পারবেন। এই এসইউভি-তে 3 সিলিন্ডার ইঞ্জিন রয়েছে। এছাড়া রয়েছে 42 লিটারের ফিউল ট্যাংক ক্যাপাসিটি।

Mahindra XUV 300: ইঞ্জিন

সবার প্রথমেই আমরা Mahindra XUV 300-এর ইঞ্জিন সম্পর্কে কথা বলে নেব। এই নতুন ফোর হুইলারে‌ 1197cc-র শক্তিশালী 3 সিলিন্ডার ইঞ্জিন কোম্পানি যুক্ত করেছে। যা 5000 rpm-এ 108.62 bhp শক্তি ও 1500 rpm-3500 rpm-এ 200 Nm টর্ক উৎপাদন করে।‌

Mahindra XUV 300: মাইলেজ

এই গাড়িতে 42 লিটারের ফিউল ট্যাংক ক্যাপাসিটি রয়েছে। কোম্পানি দাবি করেছে, Mahindra XUV 300 প্রতি লিটারে 16.82 কিলোমিটার মাইলেজ দিতে সক্ষম। এছাড়া এই গাড়ির প্রতি ঘণ্টায় সর্বোচ্চ গতিবেগ 175 কিলোমিটার।

Mahindra XUV 300: ডাইমেনশন

এই গাড়ির গ্রাউন্ড ক্লিয়ারেন্স 200 মিলিমিটার। মাহিন্দ্রার এই মডেলটির দৈর্ঘ্য 3995 মিলিমিটার, প্রস্থ 1821 মিলিমিটার আর উচ্চতা 1627 মিলিমিটার। এই গাড়িটির মোট ওজন 1725 মিলিমিটার।

Mahindra XUV 300: ফিচার্স

সুরক্ষার দিকে সম্পূর্ণ খেয়াল রেখেছে কোম্পানি। গাড়িটির সামনের দিকে রয়েছে ভেন্টিলেটেড ডিস্ক ব্রেক আর পিছনের দিকে ডিস্ক ব্রেক। এই গাড়িতে টিউবলেস টায়ারের ব্যবহার করা হয়েছে। এছাড়া এতে রয়েছে অ্যান্টি লক ব্রেকিং সিস্টেম, সেন্ট্রাল লকিং, পাওয়ার ডোর লক, চাইল্ড সেফটি লক, 2টি এয়ার ব্যাগ, সিট বেল্ট ওয়ার্নিং, অটো ডোর লক আর ডোর আনলক ফিচার্স। এই এসইউভি-তে অটোমেটিক ট্রান্সমিশন, এয়ার কন্ডিশনার, ড্রাইভার এয়ার ব্যাগ, অটোমেটিক ক্লাইমেট কন্ট্রোল, পাওয়ার স্টিয়ারিং ইত্যাদি রয়েছে।

Mahindra XUV 300: দাম

দামের সম্পর্কে কথা বলতে গেলে, Mahindra XUV 300 মাত্র 7 লাখ টাকা থেকে 8 লাখ টাকার এক্স শোরুম দামে কিনতে পারবেন। তবে এর অন রোড দাম 9 লাখ টাকা পর্যন্ত হতে পারে।