Benelli TRK 800: ভারতীয় বাজারে স্পোর্টি ডিজাইনের বাইক বেশ পছন্দ করা হয়। আজকে আমরা কথা বলব Benelli TRK 800-এর সম্পর্কে। এই বাইকটির লুক বেশ আকর্ষণীয়। খুব শীঘ্রই কোম্পানি এই অ্যাডভেঞ্চার বাইক ভারতে লঞ্চ করতে চলেছে। ফিচারের দিক থেকে আপনাদের মন ভালো করে দেবে এই আসন্ন বাইকটি। পারফরম্যান্সের দিক থেকেও দুর্দান্ত একটি মডেল।
রিপোর্ট অনুযায়ী, Benelli TRK 800 চলতি বছরের সেপ্টেম্বরে বাজারে পেশ করা হবে। এই বাইকে ডিজিটাল ইন্সট্রুমেন্ট কন্ট্রোল দেখতে পাবেন। এতে লিকুইড কুল্ড টেকনোলজির শক্তিশালী ইঞ্জিন পেয়ে যাবেন। এই ইঞ্জিনের সাথে ভালো পারফরমেন্সের জন্য থাকবে 6 স্পিড গিয়ার বক্স।
Benelli TRK 800: শক্তিশালী ইঞ্জিন
সবার প্রথমে আমরা Benelli TRK 800 বাইকের ইঞ্জিন ক্যাপাসিটি সম্পর্কে কথা বলব। এই আসন্ন বাইকে 754cc-র লিকুইড কুল্ড, 2 ইন লাইন সিলিন্ডার, 4 ভালভ, 4 স্ট্রোক, DOHC শক্তিশালী ইঞ্জিন পেয়ে যাবেন। এই বাইকের ইঞ্জিন 8500 rpm-এ 76.13 হর্সপাওয়ার ও 6500 rpm-এ 67 নিউটন মিটার টর্ক উৎপাদন করতে সক্ষম। ট্রান্সমিশনের জন্য এতে মাল্টি ডিস্ক পাওয়ার অ্যাসিস্ট্যান্ট ও স্লিপার ক্লাচ সহ 6 স্পিড গিয়ার বক্স দেওয়া হয়েছে।
Benelli TRK 800: ফিচার্স
ফিচারের কথা বলতে গেলে, এই আসন্ন বাইকটিতে আপনারা ডিজিটাল ইন্সট্রুমেন্ট কনসোল, ডিজিটাল স্পিডোমিটার, ডিজিটাল ওডোমিটার, ডিজিটাল ট্রিপমিটার, ডিজিটাল ট্যাকোমিটার, ডিজিটাল ক্লক, প্যাসেঞ্জার ফুটেরস্ট ইত্যাদির সুবিধা পেয়ে যাবেন। এর পাশাপাশি এলইডি টেইল লাইট, পাস সুইচ, এলইডি হেডল্যাম্প আর ডবল চ্যানেল ABS থাকবে।
Benelli TRK 800: দাম
এবার আমরা এই বাইকটির দাম সম্পর্কে কথা বলব। Benelli TRK 800 বাইকের দাম সম্পর্কে কোন ঘোষণা কোম্পানির তরফ থেকে করা হয়নি। কিন্তু অনলাইন রিপোর্ট অনুযায়ী, এই অ্যাডভেঞ্চার বাইকটির এক্স শোরুম দাম 8.50 লাখ টাকার আশেপাশে হতে পারে। এই বাইকটি 2024 সালের নভেম্বরে লঞ্চ হবে।