Bike Loan

ABZO VS01: গরিবের সেরা চয়েস, খরচ মাত্র 20 হাজার টাকা! বাঁচাবে পেট্রোলের খরচ, ছুটবে 180 কিমি

Aindrila Dhani

Published on:

abzo-vs01-range-price

ভারতীয় বাজারে আরেকটি নতুন ইলেকট্রিক বাইক এন্ট্রি নিয়েছে। এতে আপনারা এডভান্স লেভেলের বেশ কিছু ফিচারের সুবিধা পেয়ে যাবেন, সাথে রয়েছে দুর্দান্ত রেঞ্জ। এই নতুন ইলেকট্রিক বাইকে এডভান্স ফিচারের পাশাপাশি রয়েছে আকর্ষণীয় লুক।

   

আপনি কি নতুন বাইক কেনার কথা ভাবছেন? কিন্তু পেট্রোলের খরচ নিয়ে চিন্তিত! আর চিন্তা করবেন না। এবার সাধারণ মানুষের বাজেটে চলে এসেছে নতুন ইলেকট্রিক বাইক। এই বাইক আপনার পেট্রোল খরচ বাঁচাবে। পাশাপাশি বাইকটি কিনতেও আপনাদের বেশি টাকা খরচ করতে হবে না। আজকের প্রতিবেদনে আমরা কথা বলছি ABZO VS01 ইলেকট্রিক বাইকের সম্বন্ধে।

ABZO VS01 ইলেকট্রিক বাইকের রেঞ্জ

সবার প্রথমে আমরা এই নতুন ইলেকট্রিক বাইক রেঞ্জ সম্পর্কে কথা বলব। কোম্পানি এই বাইকে শক্তিশালী ব্যাটারি প্যাকের ব্যবহার করেছে। যার ফলে আপনি বেশ ভাল পারফরম্যান্স আশা করতে পারেন। এই বাইকে ব্যবহৃত ব্যাটারি মাত্র 3 ঘণ্টায় সম্পূর্ণ চার্জ হয়ে যায়। এছাড়া এটি সিঙ্গেল চার্জে 180 কিলোমিটারের আশেপাশে রেঞ্জ দিতে পারে। মাত্র 6 সেকেন্ডে 0 থেকে 60 কিলোমিটার/ঘণ্টা গতি তুলতে পারে।

ABZO VS01 ইলেকট্রিক বাইকের ফিচার্স

আপনাদের জানিয়ে রাখি, এই ইলেকট্রিক বাইকটিতে অ্যাডভান্স লেভেলের ফিচার্সের ব্যবহার করেছে কোম্পানি। এই বাইকে আধুনিক টেকনোলজির ভরপুর ব্যবহার করা হয়েছে। এতে আপনারা ডিজিটাল টিএফটি ডিসপ্লে পেয়ে যাবেন। এই ডিসপ্লে ব্লুটুথ কানেক্টিভিটির মাধ্যমে আপনার স্মার্টফোনের সাথে কানেক্ট হতে পারবে। এই ডিসপ্লেতে ডিজিটাল স্পিডোমিটার, ডিজিটাল ট্রিপ মিটার ইত্যাদি রয়েছে। এতে দেওয়া ইউএসবি চার্জিং পোর্টের মাধ্যমে আপনি নিজের ডিভাইস সহজেই চার্জ করতে পারবেন। সুরক্ষার জন্য এই ইলেকট্রিক বাইকের ডিস্ক ব্রেক ব্যবহার করা হয়েছে। এতে রয়েছে টিউবলেস টায়ার। এছাড়াও আপনারা অনেক ধরনের আধুনিক ফিচার পেয়ে যাবেন।

ABZO VS01 ইলেকট্রিক বাইকের দাম

কোম্পানি এই ইলেকট্রিক বাইকটি দুর্দান্ত কিছু রংয়ের বিকল্পে লঞ্চ করেছে। এতে আপনারা ব্ল্যাক, মাউন্টেন হোয়াইট, ইম্পেরিয়াল রেড আর চার্জিয়ান বে-এর মতো রং পেয়ে যাবেন। কোম্পানি এই বাইকটি 1.80 লাখ টাকার এক্স শোরুম দামে লঞ্চ করেছে। তবে আপনারা চাইলে 20 হাজার টাকার ডাউন পেমেন্ট করে ABZO VS01 বাড়ি নিয়ে আসতে পারবেন। এই সম্পর্কে বিস্তারিত জানতে কোম্পানির নিকটবর্তী শোরুমে যোগাযোগ করুন।