Bike Loan

2024 Triumph Daytona 660: মারকাটারি লুকসে ফিদা হবেন আপনিও! দেখলেই কিনতে ইচ্ছে হবে, ফিচার দেখে ঘুরবে মাথা

Aindrila Dhani

Published on:

2024-triumph-daytona-660-features-price

2024 Triumph Daytona 660: 2024 সালের আগস্ট মাসে Triumph Daytona 660 লঞ্চ হতে পারে। এই সেগমেন্টে কোম্পানির ইতিমধ্যে দুটি মডেল রয়েছে। যথা :- Triumph Sport 660 আর Triumph Trident 660। এই নতুন মোটরসাইকেলটির প্ল্যাটফর্ম 660cc সেগমেন্টে রাখা হয়েছে।

এই আসন্ন বাইকে শক্তিশালী ইঞ্জিনের পাশাপাশি পেয়ে যাবেন আধুনিক ফিচার্সের সুবিধা। Triumph Daytona 660 সম্ভবত Trident 660-র মতো একই ইন্সট্রুমেনশন ব্যবহার করবে। এই বাইকের লুক অ্যাগ্রেসিভ হলেও রাইডিং বেশ আরামদায়ক উপভোগ করবেন আপনারা।

   

2024 Triumph Daytona 660: ইঞ্জিন

এই বাইকে 660cc-র 3 সিলিন্ডার, 4 ভালভ, লিকুইড কুল্ড, ফিউল ইনজেক্টেড, BS6 পেট্রোল ইঞ্জিন ব্যবহার করা হয়েছে। যা 8250 rpm-এ 69 Nm টর্ক ও 11250 rpm-এ 93.87 bhp শক্তি উৎপাদন করে। ইঞ্জিনের সাথে 6 স্পিড ম্যানুয়াল ট্রান্সমিশন যুক্ত করেছে কোম্পানি।

2024 Triumph Daytona 660: মাইলেজ

এই বাইকে 14 লিটারের ফিউল ট্যাঙ্ক ক্যাপাসিটি ও 2.8 লিটারের রিজার্ভ ফিউল ক্যাপাসিটি রয়েছে। ARAI অনুসারে, Triumph Daytona 660 প্রতি লিটারে 20 কিলোমিটার মাইলেজ দিতে সক্ষম। এই বাইকের রাইডিং রেঞ্জ 280 কিলোমিটার। এই বাইকে 3টি রাইডিং মোড রয়েছে- স্পোর্ট, রোড ও রেইন।

2024 Triumph Daytona 660: ফিচার্স

এই বাইকে ডুয়াল চ্যানেল ABS ও ডিস্ক ব্রেকের ব্যবহার করেছে কোম্পানি। এছাড়া 17 ইঞ্চির অ্যালয় হুইল রয়েছে। Triumph Daytona 660-তে টিউবলেস টায়ার রয়েছে। এই মডেলে ডিজিটাল ইন্স্ট্রুমেন্ট কনসোল, ডিজিটাল স্পিডোমিটার, ডিজিটাল ওডোমিটার, ফিউল গেজ, ডিজিটাল ট্যাকোমিটার, স্ট্যান্ড অ্যালার্ম, ডিজিটাল ট্রিপমিটার, ক্লক, মোবাইল অ্যাপ কানেক্টিভিটি, নেভিগেশন, হ্যাজার্ড ওয়ার্নিং ইন্ডিকেটর, কিল সুইচ ইত্যাদি রয়েছে।

2024 Triumph Daytona 660: দাম

Triumph Daytona 660-র সম্ভাব্য দাম 11 লাখ টাকা থেকে 12 লাখ টাকা।