250cc সেগমেন্টে নতুন বাইক নিয়ে প্রত্যাবর্তন করতে চলেছে Royal Enfield। আবার এই সেগমেন্টের রাজত্ব করতে দেখা যাবে রয়্যাল এনফিল্ডকে। শোনা যাচ্ছে, রয়্যাল এনফিল্ডের যুক্তরাজ্য ও ভারতের টেকনিক্যাল সেন্টারে 250cc প্ল্যাটফর্ম ডেভলপের কাজ চলছে। 2019-এর মাঝামাঝি সময়ে প্রথম শোনা গেছিল রয়্যাল এনফিল্ডের 250cc মোটরসাইকেল সম্পর্কে।
কিন্তু কোন কারণবশতঃ সেই প্রজেক্ট হোল্ড করে দেয় কোম্পানি। তবে এবার সেই প্রজেক্ট পুনরায় শুরু করতে চলেছে কোম্পানি। আগামী কয়েক বছরের মধ্যে রয়্যাল এনফিল্ডের 250cc-র বাইক আমরা ভারতের রাস্তায় দেখতে পাবো বলেই মনে হচ্ছে। বহু বছর ধরে এই কোম্পানি বিশ্বকে জানিয়ে এসেছে তারা 350cc থেকে 750cc সেগমেন্টে নিজেদের ব্যবসা করতে চায়। কিন্তু Royal Enfield Hunter 350-র চরম সফলতার পর সাশ্রয়ী সেগমেন্টে ব্যবসা করার পরিকল্পনা করছে এই কোম্পানি।
Royal Enfield Hunter 250 আসতে চলেছে ভারতে!
আসলে Royal Enfield Hunter 350 বর্তমানে সাশ্রয়ী মোটরসাইকেলগুলির মধ্যে থেকে অন্যতম। যে কারণে খুব অল্প সময়ে এই মডেলটি গ্রাহকদের মধ্যে জনপ্রিয়তা পেয়েছে। 250cc সেগমেন্টে বিভিন্ন ব্র্যান্ডের মোটরসাইকেল রয়েছে। কিন্তু তা সত্বেও আমরা আত্মবিশ্বাস নিয়ে বলতে পারি রয়্যাল এনফিল্ডের জন্য এই সেগমেন্টে অনেক বড় জায়গা রয়েছে। এই কোম্পানি যদি গ্রাহকদের চাহিদা অনুযায়ী মডেল লঞ্চ করতে পারে তাহলে 250cc সেগমেন্টে রাজত্ব করবে।
আপাতত, 250cc প্ল্যাটফর্মের এই বাইক সম্বন্ধে আমাদের কাছে তেমন কোন তথ্য নেই। তবে এটি বেসিক মডেল হবে বলেই মনে হচ্ছে। খুব বেশি ফিচার এতে থাকবে না। তবে ডিজাইনের দিক থেকে নিজেদের সুনাম বজায় রাখবে রয়্যাল এনফিল্ড।
কত দাম রাখবে কোম্পানি ?
অনলাইন রিপোর্ট অনুযায়ী, 250cc সেগমেন্টে রয়্যাল এনফিল্ড 1.25 লাখ টাকায় মোটরসাইকেল লঞ্চ করতে পারে। কোম্পানি যদি সত্যিই এই দামে বাজারে বাইক নিয়ে আসে তাহলে অন্যান্য কোম্পানিগুলির বাজার মন্দা হতে সময় লাগবে না। Royal Enfield Hunter 350-র এক্স শোরুম দাম 1.5 লাখ টাকা থেকে শুরু হয়েছে। যা ভারতীয় গ্রাহকদের ভীষণ আকর্ষণ করতে সক্ষম হয়েছে।