Yamaha MT 09: ইয়ামাহা বিগত কয়েক দশক ধরে ভারতের ব্যবসা করছে। এই কোম্পানি শুধু ভারতে নয় বিশ্বের বিভিন্ন দেশে সুনাম অর্জন করেছে। এদেশে বিভিন্ন সেগমেন্টে এই কোম্পানির বাইক পেয়ে যাবেন। খুব শীঘ্রই ভারতে আরেকটি মডেল লঞ্চ করতে চলেছে ইয়ামাহা।
আজকের প্রতিবেদনে আমরা কথা বলছি Yamaha MT 09-এর সম্পর্কে। এই বাইক লুক, ফিচার্স আর পারফরম্যান্সের দিক থেকে দুর্দান্ত। রিপোর্ট অনুযায়ী, 2024 সালের অক্টোবরে এই বাইক ভারতের লঞ্চ হতে পারে। এতে আপনারা বিভিন্ন ডিভাইস চার্জ করতে পারবেন।
Yamaha MT 09: শক্তিশালী ইঞ্জিন
ইয়ামাহার আসন্ন বাইকে 889cc-র লিকুইড কুল্ড, 3 সিলিন্ডার, 4 ভালভ, DOHC ইঞ্জিন ব্যবহার করা হয়েছে। যা 10,000 rpm-এ 119 Ps শক্তি ও 7,000 rpm-এ 93 Nm টর্ক উৎপাদন করে। এই ইঞ্জিনের সাথে 6 স্পিড গিয়ার বক্স যুক্ত করেছে কোম্পানি। এতে স্লিপার ক্লাচ আর সাধারণ ক্লাচ ব্যবহার করা হয়েছে।
Yamaha MT 09: ফিচার্স
ফিচারের সম্বন্ধে কথা বলতে গেলে, কোম্পানি এই বাইকে 5 ইঞ্চির সম্পূর্ণ রঙিন TFT ইন্সট্রুমেন্ট ক্লাস্টার যুক্ত করেছেন। আপনারা বিভিন্ন কানেক্টিভিটি ফিচার ও মোবাইল ডিভাইস চার্জ করার মতো সুবিধা পেয়ে যাবেন। এই বাইকে টাইপ সি সকেট রয়েছে। এছাড়া রাইড কন্ট্রোল আর ক্রুজ কন্ট্রোল উপলব্ধ রয়েছে। আপনাদের জানিয়ে রাখি, এই বাইক 3 প্রিসেট আর 2 কাস্টম মোড সহ লঞ্চ করা হবে। পাশাপাশি এতে থাকবে 5টি রাইডিং মোড।
Yamaha MT 09: দাম
এবার আমরা এই বাইকটির দাম সম্পর্কে কথা বলব। কোম্পানি এই বাইকটির সম্পর্কে খুব একটা তথ্য ঘোষণা করেনি। কিন্তু রিপোর্ট অনুযায়ী, Yamaha MT 09 ভারতীয় বাজারে 11.50 লাখ টাকার এক্স শোরুম দামে লঞ্চ করতে পারে।