ইদানিং পেট্রোল চালিত বাইকের তুলনায় ইলেকট্রিক বাইকের চাহিদা অনেকটাই বৃদ্ধি পেয়েছে। এবার ভারতীয় বাজারে বাজাজ অটো নিয়ে এসেছে সিএনজি বাইক। বাজাজ অটোর এই একটা লঞ্চ বিশ্বজুড়ে সবাইকে অবাক করে দিয়েছে। বাজাজ সিএনজি মডেলটির নাম ফ্রিডম। কোম্পানি দাবি করেছে, এই মডেল পেট্রোল চালিত বাইকের তুলনায় কম খরচ করাবে। কিন্তু আপনারা কি জানেন বাজাজ ফ্রিডম ব্যবহার করলে গোটা মাসেকত টাকা খরচ হবে আপনাদের? আজকের প্রতিবেদনে এই প্রশ্নের উত্তর রয়েছে।
বিশ্বের প্রথম সিএনজি বাইক বাজাজ ফ্রিডম 125 জুলাই মাসেই ভারতে লঞ্চ হয়েছে। এই বাইকের সিটের তলায় 2 কেজির সিএনজি সিলিন্ডার যুক্ত করেছে কোম্পানি। প্রতি কেজি সিএনজিতে এই বাইক 100 কিলোমিটার মাইলেজ দিতে পারে। তাহলে 2 কেজি সিএনজিতে 200 কিলোমিটার মাইলেজ দেবে বাজাজ ফ্রিডম 125। এবার যদি পেট্রোল চালিত বাইকের সাথে তুলনা করা হয়, সেক্ষেত্রে প্রতি লিটার পেট্রোলে 65 কিলোমিটার মতো মাইলেজ দিতে পারবে 125সিসি ইঞ্জিনের বাইক।
আর 2 লিটার পেট্রোল ট্যাংক ব্যবহার করলে 130 কিলোমিটার মতো মাইলেজ দেওয়া সম্ভব হবে। কিন্তু পেট্রোল চালিত বাইকে 2 লিটারের থেকে বেশ খানিকটা বেশিই পেট্রোল ট্যাংক ব্যবহার করা হয়। সব মিলিয়ে 330 কিলোমিটার মতো মাইলেজ দিতে পারবে বাইকটি। সিএনজি বাইক কিন্তু সত্যিই আপনাদের অনেক টাকা সাশ্রয় করবে।
বাজাজ ফ্রিডম 125 চালালে কত টাকা সাশ্রয় হবে?
রাজ্য বিশেষে পেট্রোল আর সিএনজির দাম ভিন্ন। তবে 1 লিটার পেট্রোলের দাম 105 টাকা আর 1 কেজি সিএনজির দাম 80 টাকা ধরলে, দিনে আপনি 107 টাকা মতো বাঁচাতে পারবেন। তাহলে প্রতি মাসে আপনার সাশ্রয় হবে 2 হাজার 675 টাকা আর বার্ষিক সাশ্রয় হবে 32 হাজার 100 টাকা। এই টাকা বাঁচিয়ে রাখুন কোথাও ইনভেস্ট করতে পারেন আবার নিজের বা পরিবারের মানুষের সখ পূরণ করতে পারেন।
তবে আপনি যদি প্রতিদিন 50 কিলোমিটার ড্রাইভ করেন, সেক্ষেত্রে 1 হাজার 625 টাকা মতো মাসিক সাশ্রয় করতে পারবেন। আর বার্ষিক 19 হাজার 500 টাকা সাশ্রয় হবে। অর্থাৎ দৈনিক 65 টাকা মতো কম খরচ হবে আপনার। তাহলে বুঝতেই পারছেন পেট্রোল বাইকের তুলনায় সিএনজি বাইক কিন্তু আপনার মোটা টাকা সাশ্রয় করবে।
Bajaj Freedom 125 : দাম
এই সিএনজি বাইকে 125সিসির এয়ার কুল্ড ইঞ্জিন ব্যবহার করা হয়েছে। বাইকটির এক্স শোরুম দাম 95 হাজার টাকা থেকে 1.10 লাখ টাকার মধ্যে। আপনারা চাইলে এই বাইকটি কিনতে পারেন।