Bike Loan

Honda CD110 Dream: মারকাটারি লুক সহ ঝাক্কাস ফিচার! অফুরন্ত মাইলেজ, প্রতি মাসে 1470 টাকা করে কিস্তি

Aindrila Dhani

Published on:

honda-cd110-dream-emi-plan

Honda CD110 Dream: আপনি কি নতুন বাইক কেনার প্ল্যান করছেন? তাহলে Honda CD110 Dream সম্পর্কে জেনে রাখুন। বর্তমান সময়ে বাইক যাতায়াতের একটি জরুরি মাধ্যম হয়ে দাঁড়িয়েছে। এছাড়া বাইকের ব্যবহার করে অনেকে ডেলিভারির কাজও করছে।

Honda একটি বিখ্যাত টু-হুইলার ম্যানুফ্যাকচারিং কোম্পানি। Honda CD110 Dream-এ‌ সিঙ্গেল সিট রয়েছে। সিটের উচ্চতা 720 মিলিমিটার। এতে 9 লিটারের ফিউল ট্যাঙ্ক ক্যাপাসিটি রয়েছে। প্রতি লিটারে 65 কিলোমিটার মাইলেজ দিতে পারে এই বাইক। এবার মাত্র 30 হাজার টাকায় বাড়ি নিয়ে যেতে পারবেন Honda CD110 Dream।

   

Honda CD110 Dream: ইঞ্জিন

হোন্ডার এই বাইকে 109.51cc-র এয়ার-অয়েল কুল্ড ইঞ্জিন ব্যবহার করা হয়েছে। যা 7500 rpm-এ 8.79 Ps শক্তি উৎপাদন করতে সক্ষম। এই মডেলে 9.1 লিটারের ফিউল ট্যাংক ক্যাপাসিটি রয়েছে। প্রতি লিটারে এই বাইক 65 কিলোমিটার মাইলেজ দিতে পারে।

Honda CD110 Dream: ফিচার্স

এই বাইকে আপনারা কিছু প্রয়োজনীয় আধুনিক ফিচারের সুবিধা পেয়ে যাবেন। এতে সাইড স্ট্যান্ড ইঞ্জিন কাট অফ ফিচার রয়েছে। যার কারণে বাইক সাইড স্ট্যান্ড করলেই ইঞ্জিন অটোমেটিক অফ হয়ে যাবে। এই বাইকে অটো চোক function রয়েছে। এতে ইঞ্জিন স্টার্ট ও স্টপ সুইট পেয়ে যাবেন। যা স্টার্টার বাটন হিসেবেও কাজ করে। সুরক্ষার জন্য এই বাইকে কম্বি ব্রেকিং সিস্টেম পেয়ে যাবেন। এতে হ্যালোজেন লাইটিংয়ের ব্যবস্থা করেছে কোম্পানি।

Honda CD110 Dream: দাম

Honda CD110 Dream-এর কথা বলতে গেলে, এই বাইকের অন রোড দাম 88 হাজার 279 টাকা।

কীভাবে 30 হাজার টাকায় 88 হাজার টাকার Honda CD110 Dream কিনবেন?

আপনি এবার একটি মাত্র 30 হাজার টাকায় পেয়ে যাবেন। তার জন্য 30 হাজার টাকা ডাউন পেমেন্ট করে বাকি 58 হাজার 279 টাকা লোন নিতে হবে। আর 8 শতাংশ সুদের হারে 4 বছরের জন্য প্রতি মাসে 1 হাজার 470 টাকা করে কিস্তি জমা করতে হবে।