Bike Loan

Suzuki Gixxer SF 250: বাইক প্রেমীদের রমরমা! ফের বাজার কাঁপাবে নজরকাড়া লুকে, ফিচার্স দেখলে চোখ কপালে উঠবে

Aindrila Dhani

Published on:

suzuki-gixxer-sf-250-emi-plan

Suzuki Gixxer SF 250 সুজুকি V-Strom SX 250-এর মতো একই প্ল্যাটফর্মের উপর ভিত্তিতে তৈরি করা হয়েছে। Gixxer SF 250 অল্প সময় হয়েছে বাজারে এসেছে। ইতিমধ্যে কোম্পানি বাইকটি টেস্টিং করার জন্য বের করে ফেলেছে।

   

সিটি মোটরসাইকেলের মধ্যে থেকে এটি অন্যতম। রাইডিংয়ের জন্য এটি বেশ আরামদায়ক। Suzuki Gixxer SF 250-এর ব্রেক বেশ ভালো কাজ করে। ফলে হঠাৎ ব্রেক কষতে হলে কন্ট্রোল হারানোর ভয় নেই। তবে দামের দিক থেকে একটু বেশি খরচ হতে পারে আপনার।

Suzuki Gixxer SF 250: ইঞ্জিন

Suzuki Gixxer SF 250-এ 249cc-র অয়েল কুল্ড, 4 ভালভ, ফিউল ইনজেক্টেড, সিঙ্গেল সিলিন্ডার ইঞ্জিন ব্যবহার করা হয়েছে। যা 9300 rpm-এ 26.13 bhp শক্তি ও 7300 rpm-এ 22.2 Nm টর্ক উৎপাদন করে। ইঞ্জিনের সাথে 6 স্পিড ম্যানুয়াল ট্রান্সমিশন রয়েছে।

Suzuki Gixxer SF 250: মাইলেজ

এই মডেলে 12 লিটারের ফিউল ট্যাঙ্ক ক্যাপাসিটি আর 2.4 লিটারের রিজার্ভ ফিউল ট্যাঙ্ক ক্যাপাসিটি রয়েছে। ARAI অনুসারে, এই বাইক প্রতি লিটারে 35 কিলোমিটার মাইলেজ দিতে সক্ষম। তবে গ্রাহকদের মতে Suzuki Gixxer SF 250 প্রতি লিটারে 35 কিলোমিটার মাইলেজ দেয়। এর রাইডিং রেঞ্জ 432 কিলোমিটার। এই বাইক প্রতি ঘণ্টায় 152 কিলোমিটারের বেশি জোরে ছুটতে পারে। এতে 76 মিলিমিটারের বোর আর 54.9 মিলিমিটারের স্ট্রোক রয়েছে।

Suzuki Gixxer SF 250: সাসপেনশন ও ব্রেক

Suzuki Gixxer SF 250-র সামনে ও পিছনে যথাক্রমে টেলিস্কোপিক সাসপেনশন ও মনোশক সাসপেনশন ব্যবহার করা হয়েছে। এছাড়া এতে ডিস্ক ব্রেকের ব্যবহার করেছে কোম্পানি। এই বাইকে 17 ইঞ্চির অ্যালয় হুইল আর টিউবলেস টায়ার রয়েছে।

Suzuki Gixxer SF 250: ফিচার্স

এই টু-হুইলারে সুজুকি ডিজিটাল ইন্স্ট্রুমেন্ট কনসোল, ডিজিটাল স্পিডোমিটার, ডিজিটাল ওডোমিটার, ফিউল গেজ, হ্যাজার্ড ওয়ার্নিং ইন্ডিকেটর, লো ফিউল ইন্ডিকেটর, লো ব্যাটারি ইন্ডিকেটর, ডিজিটাল ট্যাকোমিটার, ডিজিটাল ট্রিপমিটার, ক্লক, সার্ভিস রিমাইন্ডার ইন্ডিকেটরের মতো একাধিক প্রয়োজনীয় ফিচার ব্যবহার করেছে।

Suzuki Gixxer SF 250: ডাইমেনশন

এই বাইকের দৈর্ঘ্য 2010 মিলিমিটার, প্রস্থ 740 মিলিমিটার আর উচ্চতা 1035 মিলিমিটার। এছাড়া এর সিটের উচ্চতা 800 মিলিমিটার আর গ্রাউন্ড 165 মিলিমিটার।

Suzuki Gixxer SF 250: দাম

Suzuki Gixxer SF 250-র এক্স শোরুম দাম 1.94 লাখ টাকা থেকে 2.08 লাখ টাকার মধ্যে। 9,732 টাকা ডাউন পেমেন্ট করলে 10 শতাংশ সুদের হারে 3 বছরের জন্য প্রতি মাসে 6,677 টাকা করে কিস্তি দিতে হবে।