Bike Loan

Honda SP 160: সবথেকে সস্তার বাইক! চালকদের চোখের মনি হয়ে উঠেছে, ফাটাফাটি মাইলেজ

Aindrila Dhani

Published on:

honda-sp-160-bike-price-july-2024

Honda SP 160: বর্তমান সময়ে একের পর এক নতুন মডেল লঞ্চ হয়েই চলেছে। ভারতীয় টু-হুইলার মার্কেটের তো এখন রমরমা বাজার। এবার Honda Motors নিয়ে এসেছে তাদের নতুন মডেল। দুর্দান্ত কোয়ালিটির এই টু-হুইলার ম্যানুফ্যাকচারিং করে ভারতীয় বাজারে লঞ্চ করেছে কোম্পানি। নতুন আপডেট সহ Honda SP 160 বাজারে চলে এসেছে।

   

আপনারা নিশ্চয়ই Honda Shine SP -র কথা শুনেছেন। এই গাড়িকে হার মানিয়ে দেবে Honda -র নতুন বাইক। আকর্ষণীয় লুক আর শক্তিশালী ইঞ্জিন নিয়ে লঞ্চ হয়েছে Honda SP 160। ভারতীয় বাজারে টু-হুইলার সেগমেন্টে দ্বিতীয় সবথেকে বড় বাইক নির্মাতা কোম্পানি হল Honda। তার এই নতুন বাইকের দাম কিন্তু খুব একটা বেশি নয়। অধিকাংশ মানুষ এই কোম্পানির বাইক ও স্কুটার পছন্দ করে থাকেন। Honda-র বিশেষত্ব তার ইঞ্জিন। এই কোম্পানির গাড়ির ইঞ্জিন খুব ভালো পারফরমেন্স দিয়ে থাকে। এই কারণেই গ্রাহকরা বারবার Honda-র কাছেই ফিরে ফিরে আসে। Honda SP 160-র সম্বন্ধে জেনে নিন।

Honda SP 160: ইঞ্জিন

এই বাইকে 162.71cc-র এয়ার কুল্ড ইঞ্জিন রয়েছে। যা 7500 rpm-এ 13.46 Ps শক্তি ও 5500 rpm-এ 14 Nm টর্ক উৎপাদন করে। এতে 12 লিটারের ফিউল ট্যাংক ক্যাপাসিটি রয়েছে। এটি প্রতি লিটারে 65 কিলোমিটার মাইলেজ দিতে পারে।

Honda SP 160: ফিচার্স

এই বাইকে আপনারা কিছু বেসিক ফিচার পেয়ে যাবেন। এতে সম্পূর্ণ ডিজিটাল এলসিডি ইন্সট্রুমেন্ট কনসোল রয়েছে। ইন্সট্রুমেন্ট প্যানেলে স্পিডোমিটার, ওডোমিটার, ফিউল গেজ আর গিয়ার পজিশন ইন্ডিকেটরের মতো প্রয়োজনীয় তথ্য জানতে পারবেন। এছাড়া এই বাইকে হ্যাজার্ড সুইচ ও স্টার্ট/স্টপ সুইচ দিয়েছে কোম্পানি। এই মডেলটিতে মোট ছয়টি রং এর বিকল্প রয়েছে- পার্ল স্পার্টন রেড, পার্ল ইগনাইট ব্ল্যাক, ম্যাট ডার্ক ব্লু মেটালিক, ম্যাট এক্সিস গ্রে মেটালিক, পার্ল ডিপ গ্রাউন্ড গ্রে আর ম্যাট মারবেল ব্লু মেটালিক।

Honda SP 160: দাম

ভারতীয় বাজারে এই বাইকটি আপনারা দুটি ভ্যারিয়েন্টে পেয়ে যাবেন। এর সিঙ্গেল ডিস্ক ভ্যারিয়েন্টের এক্স শোরুম দাম 1.18 লাখ টাকা অপরদিকে ডুয়াল ডিস্ক ভ্যারিয়েন্টের এক্স শোরুম দাম 1.22 লাখ টাকা।