TVS Raider 125: ভারতীয় বাজারে আরেকটি দারুন বাইক যুবকদের মন জিততে চলে এসেছে। এবার এই মডেলটি হলুদ রঙে পাওয়া যাবে। 125cc সেগমেন্টে সারা ফেলতে এন্ট্রি নিয়েছে এই আপডেটেড মডেল। বর্তমানে এই সেগমেন্টের চাহিদা ভারতীয় বাজারে খুব বেশি। আজকের প্রতিবেদনে আমরা কথা বলছি TVS Raider 125-এর সম্পর্কে। এতে আধুনিক টেকনোলজির পাশাপাশি রয়েছে অ্যাডভান্স ফিচারের সমাহার। এই বাইক চালানোর সময় যা আপনাকে অনেক সাহায্য করবে।
TVS Raider 125 বর্তমানে ভারতীয়দের মনে বাস করছে। বিশেষ করে তরুণরা এই বাইক নিয়ে পাগল হয়ে যাচ্ছে। চেহারা হোক বা ফিচার, এই দারুন বাইকটি সব ক্ষেত্রেই মানুষের মন জয় করেছে। আপনিও যদি একটি বিলাসবহুল মোটরসাইকেল কেনার কথা ভেবে থাকেন, তাহলে এটি আপনার জন্য একটি দুর্দান্ত বিকল্প হতে পারে।
TVS Raider 125 বাইকের ইঞ্জিন
এই বাইকে 124.8cc-র এয়ার কুল্ড, 3 ভালভ, সিঙ্গেল সিলিন্ডার ইঞ্জিন রয়েছে। যা 11.2 Ps শক্তি আর 11.2 Nm টর্ক জেনারেট করতে পারে। এই ইঞ্জিনের সাথে রয়েছে 5 স্পিড গিয়ার বক্সের সাপোর্ট। মাইলেজের কথা বলতে গেলে, TVS Raider 125 প্রতি লিটার পেট্রোলে 60 কিলোমিটার থেকে 65 কিলোমিটার মাইলেজ দিয়ে থাকে।
TVS Raider 125 বাইকের ফিচার্স
এতে আপনারা টিএফটি ডিসপ্লে, ব্লুটুথ কানেক্টিভিটি, ভয়েস কমান্ড, কল অ্যালার্ট, মেসেজ নোটিফিকেশন, মিউজিক কন্ট্রোল, সার্ভিস রিমাইন্ডার, টার্ন বাই টার্ন নেভিগেশন, ব্যাটারি ইন্ডিকেটর, গিয়ার শিফ্টিং আর গিয়ার পজিশনের মতো ফিচার্স পেয়ে যাবেন। এছাড়া 2টি রাইডিং মোড রয়েছে- ইকো আর পাওয়ার।
TVS Raider 125: দাম
ভারতীয় বাজারে এই বাইকের এক্স শোরুম দাম 93,719 টাকা থেকে 1.82 লাখ টাকার মধ্যে।