Bike Loan

Honda CD110 Dream: গরিবের স্বপ্ন পূরণ করবে এবার হোন্ডা! নতুন রূপে বাজারে আসতেই হইচই, প্রতি মাসে কিস্তি মাত্র 1500 টাকা

Aindrila Dhani

Published on:

honda-cd110-dream-emi-plan-june-2024

Honda CD110 Dream: আপনি কি নতুন বাইক কেনার প্ল্যান করছেন? তাহলে Honda CD110 Dream সম্পর্কে জেনে রাখুন। বর্তমান সময়ে বাইক যাতায়াতের একটি জরুরি মাধ্যম হয়ে দাঁড়িয়েছে। এছাড়া বাইকের ব্যবহার করে অনেকে ডেলিভারির কাজও করছে।

   

Honda একটি বিখ্যাত টু-হুইলার ম্যানুফ্যাকচারিং কোম্পানি। Honda CD110 Dream-এ‌ সিঙ্গেল সিট রয়েছে। সিটের উচ্চতা 720 মিলিমিটার। এতে 9 লিটারের ফিউল ট্যাঙ্ক ক্যাপাসিটি রয়েছে। প্রতি লিটারে 65 কিলোমিটার মাইলেজ দিতে পারে এই বাইক। এবার মাত্র 30 হাজার টাকায় বাড়ি নিয়ে যেতে পারবেন Honda CD110 Dream।

Honda CD110 Dream বাইকের ফিচার্স

সবার প্রথমে আমরা‌ Honda CD110 Dream-এর ফিচারের সম্বন্ধে কথা বলব। এই বাইকে সাইড স্ট্যান্ড ইঞ্জিন কাট অফ ফিচার রয়েছে। যার ফলে বাইক সাইড স্ট্যান্ড করলে অটোমেটিক ইঞ্জিন বন্ধ হয়ে যায়। এছাড়া এই মোটরসাইকেলে অটো চোক ফাংশন রয়েছে। এতে ইঞ্জিন স্টার্ট ও স্টপের জন্য নির্দিষ্ট সুইচ রয়েছে। যা স্টার্টার বাটন হিসেবেও কাজ করে। Honda CD110 Dream-এ সিঙ্গেল সিট রয়েছে। এই সিটের উচ্চতা 720 মিলিমিটার। এই বাইকে কম্বি ব্রেক সিস্টেম ব্যবহার করা হয়েছে।

Honda CD110 Dream: ইঞ্জিন

Honda CD110 Dream-এ শক্তিশালী ইঞ্জিনের ব্যবহার করা হয়েছে। এতে 109.51cc-র এয়ার কুল্ড ইঞ্জিন রয়েছে। যা 7500 rpm-এ 8.79 Ps শক্তি উৎপাদন করে। এছাড়া এতে 9.1 লিটারের ফিউল ট্যাঙ্ক ক্যাপাসিটি রয়েছে। প্রতি লিটারে 65‌ কিলোমিটার মাইলেজ দিতে পারে Honda CD110 Dream।

Honda CD110 Dream: দাম

Honda CD110 Dream-এর অন রোড দাম 88 হাজার 279 টাকা।

30‌ হাজার টাকায় কীভাবে Honda CD110 Dream কিনবেন?

আপনারা এই বাইক ফাইন্যান্স প্ল্যানে কিনতে পারবেন। সেক্ষেত্রে 30 হাজার টাকা ডাউন পেমেন্ট করে বাকি 58 হাজার 279‌ টাকা লোন নিতে পারেন। তাহলে 8 শতাংশ সুদের হারে 4 বছরের জন্য প্রতি মাসে 1 হাজার 470 টাকা করে EMI দিতে হবে।